সিতাই : বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভা কেন্দ্রের ১৪৪ নম্বর বুথে। সেখানে এদিন সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়। বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে সেখানে ছিলেন গিরিন বর্মন। অভিযোগ, তৃণমূলের লোকেরা তাঁকে মারধর করে ভোটকেন্দ্রের বাইরে বের করে দেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায় বলেন, ‘এরকম কোনও ঘটনাই ঘটেনি।’
এদিন সিতাই জুনিয়র হাইস্কুলের ৬২ নম্বর বুথে ভোট দিলেন বিজেপি প্রার্থী দীপককুমার রায়। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাত থেকেই তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। তাঁদের দলের কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তাঁর মন্তব্য, ‘পুলিশ দলদাসে পরিণত হয়েছে।’