উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা যাত্রীবোঝাই গাড়ির। ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ ৬ জনের। আশঙ্কাজনক আরও দু’জন বলে খবর। বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর সালেমে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সালেম-ইরোদ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। এদিন ভোর ৪টে নাগাদ রাস্তার এক পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারে গাড়িটি। বেপরোয়া গতির কারণে লরির তলায় ঢুকে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬ জনের। খবর পেয়ে পৌঁছোয় পুলিশ। আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।