উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কর্মসংস্থানের দাবিতে কলকাতার রাজপথে নেমেছেন নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার তাঁদের ধর্না ৮০০ দিনে পড়ল। মুখে কালি মেখে প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
এসএলএসটিতে চাকরির জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে যে চাকরি দেওয়া হয়েছিল, সেখানে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মামলা গড়ায় হাইকোর্টে। আদালতে এখনও এসএলএসটি মামলার নিষ্পত্তি হয়নি। এদিকে, চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ২০১৬ সালের চাকরিপ্রার্থীরা। বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ চালিয়েছেন। বর্তমানে ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। বরাবর নিজেদের জায়গা পালটালেও নিজেদের দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা।