মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Nagrakata | প্যারেনের পাহাড়ি রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ছোট গাড়ি, আহত ১০

শেষ আপডেট:

নাগরাকাটা: পাহাড়ি খাড়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী ছোট গাড়ি। ঘটনায় আহত হলেন ১০ জন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি এলাকা প্যারেনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে ওই গাড়িটি তোদে যাচ্ছিল। ঝালং-এর এক নম্বর পাওয়ার হাউস লাগোয়া খাড়া রাস্তা ধরে ওপরে ওঠার সময় গাড়িটির যান্ত্রিক গোলযোগ হয়। যাত্রীসহ নিচের দিকে নেমে এসে রাস্তার পাশেই উল্টে যায় গাড়িটি। ঘটনায় আহত হন গাড়িতে থাকা ১০ যাত্রী। তাঁদের দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে প্রত্যেক সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহতরা তোদে ও গোদক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের নাম শুকিত লেপচা(২২), অম্বর সিং (৬০), সেমিনা রাই (৩০), রুতমেরি রাই (৪৫), রীতে তামাং (৭৯), ডোলমা তামাং (৭৯), হেলদা লেপচা (৪৩), সুভদ্রা তামাং (৩৭), তেনজিডাম ভুটিয়া (৪৫) এবং নরী ভুটিয়া (৬২)। ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় জলঢাকা থানার পুলিশ। তাঁরাই চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। জলঢাকা থানার ওসি মিত্র দেওয়ান বলেন, ‘গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।’

Share post:

Popular

More like this
Related

Cooch Behar | নেই সীমানা প্রাচীর, পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তা

পুন্ডিবাড়ি: জাতীয় সড়কের ধারে রয়েছে দুটি স্কুল। অথচ স্কুলদুটির...

Malda | আঙ্গারমনি হত্যাকাণ্ডে নজিরবিহীন রায়, দোষী সাব্যস্ত ১৬ জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

চাঁচল: চাঁচল মহকুমা আদালতে বিচারক সুরজিৎ দের এজলাসে দেওয়া...

Dinhata | সৌজন্য নাকি রাজনীতি? হুমায়ুনের বাড়িতে রবি

দিনহাটা: তৃণমূলের দিনহাটা-২’র প্রাক্তন ব্লক সভাপতি মির হুমায়ুন কবিরের...

Cooch Behar | ভেঙেছে দু’দিকের নিরাপত্তা প্রাচীর, নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজ

কোচবিহার: নিরাপত্তাহীনতায় ভুগছে কোচবিহারের এবিএনশীল কলেজ। সম্প্রতি ঝড়ে কলেজের...