নাগরাকাটা: পাহাড়ি খাড়া রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী ছোট গাড়ি। ঘটনায় আহত হলেন ১০ জন। সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের প্রত্যন্ত পাহাড়ি এলাকা প্যারেনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে মালবাজার হয়ে ওই গাড়িটি তোদে যাচ্ছিল। ঝালং-এর এক নম্বর পাওয়ার হাউস লাগোয়া খাড়া রাস্তা ধরে ওপরে ওঠার সময় গাড়িটির যান্ত্রিক গোলযোগ হয়। যাত্রীসহ নিচের দিকে নেমে এসে রাস্তার পাশেই উল্টে যায় গাড়িটি। ঘটনায় আহত হন গাড়িতে থাকা ১০ যাত্রী। তাঁদের দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে প্রত্যেক সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহতরা তোদে ও গোদক এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের নাম শুকিত লেপচা(২২), অম্বর সিং (৬০), সেমিনা রাই (৩০), রুতমেরি রাই (৪৫), রীতে তামাং (৭৯), ডোলমা তামাং (৭৯), হেলদা লেপচা (৪৩), সুভদ্রা তামাং (৩৭), তেনজিডাম ভুটিয়া (৪৫) এবং নরী ভুটিয়া (৬২)। ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছায় জলঢাকা থানার পুলিশ। তাঁরাই চিকিৎসার জন্য আহতদের উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। জলঢাকা থানার ওসি মিত্র দেওয়ান বলেন, ‘গাড়িটিকে উদ্ধার করা হয়েছে। আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানা গিয়েছে।’