মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

Smriti Mandhana | বিশ্বজয়ের পরই নতুন ইনিংসের পথে! শীঘ্রই প্রেমিক পলাশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন স্মৃতি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (ICC Women’s World Cup)। আর এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক তথা সংগীত পরিচালক পলাশ মুছলের (Palash Muchhal) সঙ্গে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি।

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী ২০ নভেম্বরই পলাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন স্মৃতি। তারকা ব্যাটারের জন্মস্থান সাংলিতেই বসবে বিয়ের আসর। উভয় পক্ষের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই তাঁদের চারহাত এক হবে বলে শোনা যাচ্ছে। যদিও স্মৃতি-পলাশ বা তাঁদের দুজনের পরিবারের তরফে এব্যাপারে এখনও কিছু বলা হয়নি।

এদিকে, প্রেমিকার সাফল্যে গর্বিত পলাশ। ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিততেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে স্মৃতির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সংগীত পরিচালক। এরই মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে, পলাশের হাতে রয়েছে ‘SM 18’ লেখা একটি ট্যাটু। যা স্মৃতির নামের আদ্যাক্ষর ও জার্সি নম্বরের প্রতীক। আর এই ট্যাটু দেখে যেন উচ্ছ্বসিত ভক্তরা।

উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে আলাপ হয় পলাশের। ২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্ক তাঁদের। তবে ২০২৪ সালের জুলাইয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। সম্পর্কের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে একটি পোস্ট শেয়ার করেছিলেন দুজনে। তবে এবার নতুন জীবন শুরু পথে স্মৃতি ও পলাশ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Palak Muchhal | গান গেয়ে ৩,৮০০ দুস্থ শিশুর হার্ট সার্জারি! গিনেস বুকে নাম উঠল পলক মুচ্ছলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের কন্ঠের মাধ্যমে দেশবাসীর মন...

Tight security at Eden | বাড়তি সতর্কতা ইডেনে! আঁটসাঁট নিরাপত্তার বলয়ে ১৪ নভেম্বর থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর দেশের...

Lionel Messi | ক্যাম্প ন্যুতে ফিরে আবেগপ্রবণ মেসি

বার্সেলোনা: ঘরের ছেলের ঘরে ফেরা। নীল জিনস, বাদামি স্নিকার্স,...

Shaili Singh | শৈলীকে ভবিষ্যতে অলিম্পিক পোডিয়ামে দেখছেন অঞ্জু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এপ্রিল মাসে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে...