উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (ICC Women’s World Cup)। আর এবার জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন ভারতীয় দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শোনা যাচ্ছে, দীর্ঘদিনের প্রেমিক তথা সংগীত পরিচালক পলাশ মুছলের (Palash Muchhal) সঙ্গে চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন স্মৃতি।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী ২০ নভেম্বরই পলাশের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন স্মৃতি। তারকা ব্যাটারের জন্মস্থান সাংলিতেই বসবে বিয়ের আসর। উভয় পক্ষের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই তাঁদের চারহাত এক হবে বলে শোনা যাচ্ছে। যদিও স্মৃতি-পলাশ বা তাঁদের দুজনের পরিবারের তরফে এব্যাপারে এখনও কিছু বলা হয়নি।
এদিকে, প্রেমিকার সাফল্যে গর্বিত পলাশ। ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিততেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে স্মৃতির সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন সংগীত পরিচালক। এরই মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে, পলাশের হাতে রয়েছে ‘SM 18’ লেখা একটি ট্যাটু। যা স্মৃতির নামের আদ্যাক্ষর ও জার্সি নম্বরের প্রতীক। আর এই ট্যাটু দেখে যেন উচ্ছ্বসিত ভক্তরা।
উল্লেখ্য, ২০১৭ সালে ভারতীয় মহিলা বিশ্বকাপের সময় স্মৃতির সঙ্গে আলাপ হয় পলাশের। ২০১৯ সাল থেকে প্রেমের সম্পর্ক তাঁদের। তবে ২০২৪ সালের জুলাইয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। সম্পর্কের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে একটি পোস্ট শেয়ার করেছিলেন দুজনে। তবে এবার নতুন জীবন শুরু পথে স্মৃতি ও পলাশ।

