মালদা: ফের কুসংস্কারের বলি মালদার বামনগোলায়। সাপে কাটা রোগীকে হাসপাতালে না নিয়ে গুণিনের কাছে নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন। পরিবারের দাবি, কবিরাজের ঝাড়ফুঁকে খানিক সুস্থও হয়ে উঠেছিল যুবক। তবে পরদিন সকাল হতেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় যুবকের।
মৃত যুবকের নাম দেবদাস হেমব্রম(১৮)। বাড়ি বামনগোলা ব্লকের নিমডাঙা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন দেবদাস। সেখানে তাঁকে একটি বিষধর সাপে ছোবল দেয়। পরিবারের লোকজন দেবদাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে স্থানীর এক গুণিনের কাছে নিয়ে যান। রাতে খানিক সুস্থ হলেও পরদিন সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাঁকে প্রথমে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতাল পরে মালদা মেডিকেলে আনা হয়। মালদা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।