হিলি: সীমান্ত এলাকা থেকে ক্রিস্টালের তিন জার ভর্তি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। যার বাজার মূল্য আনুমানিক ৫৭ কোটি টাকা। যদিও ঘটনায় কেউ ধরা পড়েনি।
শুক্রবার রাতে হিলির তিওর এলাকা থেকে তিন জার ভর্তি সাপের বিষ উদ্ধার করেছেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সূত্রের খবর, একটি নির্মীয়মাণ ভবনের বালির নীচে ওই জারগুলি লুকিয়ে রাখা হয়েছিল। সেগুলি বাংলাদেশ থেকে হিলিতে নিয়ে আসা হয়েছিল। পরে সেগুলি চিনে পাচারের পরিকল্পনা ছিল। তার আগেই সেগুলি বাজেয়াপ্ত করা হয়।
দক্ষিণ দিনাজপুরে উদ্ধার বিষের বয়ামগুলি ফ্রান্সের একটি নির্দিষ্ট সংস্থার তৈরি বলে জানা গিয়েছে। সেগুলি ‘বুলেটপ্রুফ’ বলেও লেখা রয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।