শিলিগুড়ি: আবহাওয়ার পট পরিবর্তন ঘটেছে দার্জিলিংয়ে (Darjeeling)। বৃষ্টির সৌজন্যে স্বাভাবিকভাবে ঘটেছে পারদ পতন। কিন্তু দিনের পর দিন প্রতীক্ষাই সার, ঘটছে না তুষারপাত (Snowfall)। উলটো দিকে দফাওয়ারি তুষারপাত হয়ে চলেছে পাশের সিকিম পাহাড়ে। বুধবার রাত থেকে এতটাই ভারী তুষারপাত হয়েছে পূর্ব সিকিমে যে, বন্ধ হয়ে গিয়েছে ছাঙ্গুর মতো পর্যটনকেন্দ্রের রাস্তা। যথারীতি গাড়ির চাকা গড়াচ্ছে না নাথু লা এবং সিল্ক রুটে। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ছাঙ্গুর পারমিট দেওয়া বন্ধ রেখেছে সিকিম প্রশাসন। হোলির ছুটিতে অনেকেই এখন সিকিমে বেড়াতে গিয়েছেন। তাঁদের মধ্যে একটা অংশ বেছে নিয়েছিল ছাঙ্গু, নাথু লা বা সিল্ক রুট। তাঁদের নিরাশ হতে হয়েছে। যান চলাচল বন্ধ থাকা বা পারমিট ইস্যু না হওয়ায় তাঁদের হোটেলে থাকতে হচ্ছে বা অন্য জায়গা বেছে নিতে হয়েছে। প্রশাসনিক এক কর্তার বক্তব্য, রাস্তার কিছু এলাকায় এতটাই বরফ জমেছে যে পিচ্ছিল হয়ে রয়েছে। ফলে যান চলাচল যথেষ্ট ঝুঁকির।
এদিকে তুষারপাত শুরু হয়েছে উত্তর সিকিমের লাচেন, লাচুং সহ বেশ কয়েকটি এলাকায়। তবে এখানকার পরিস্থিতি নাথু লা বা ছাঙ্গুর মতো হয়নি। ফলে এখানে যাঁরা বেড়াতে গিয়েছেন, তাঁরা যথেষ্ট খুশি। যদিও পরিস্থিতির পরিবর্তন ঘটার আশঙ্কায় নজরদারি শুরু হয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফে আগামী ১৫ মার্চ পর্যন্ত এমন পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে। পাহাড়ের পাশাপাশি হিমালয় সংলগ্ন সমতল উত্তরবঙ্গেও বৃষ্টির জন্য স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম রয়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।