উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি। সেই নিয়ে উঠেছিল নানান প্রশ্ন। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজেও জায়গা পেলেন না ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যজুবেন্দ্র চাহাল। দল ঘোষণা হওয়ার পরেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তিনি। যদিও সেই পোস্টে কিছু লেখা নেই। শুধুই একটা হাসির ইমোজি দেওয়া। তবে এতে কারওরই বুঝতে অসুবিধা হয়নি যে আসলে সেখানে কী বোঝাতে চেয়েছেন ভারতীয় স্পিনার।
😊
— Yuzvendra Chahal (@yuzi_chahal) November 20, 2023
আগামী বৃহস্পতিবার থেকে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামছে ভারত। তার জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন সেই দলে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড, ইশান কিষান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার প্রমুখ। টি২০ সিরিজে একঝাঁক তরুণ ক্রিকেটার জায়গা পেলেও তাঁদের থেকে অনেক বেশি অভিজ্ঞ চাহালকে ব্রাত্য রাখা হয়েছে। চাহাল ছাড়াও দলে জায়গা পাননি ভুবনেশ্বর কুমার, সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারও।