Top News

Solar eclipse | দিনের বেলায় ঘুটঘুটে অন্ধকার নেমে আসবে আমেরিকায়, বিরল সূর্যগ্রহণ দেখাতে বিশেষ উদ্যোগ নাসার 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে উন্মাদনা তৈরি হয়েছে আমেরিকায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ইতিমধ্যেই চারদিকে সাজ সাজ রব। বিশ্বের দরবারে সূর্যগ্রহণের লাইভ ছবি পৌঁছে দিতে একাধিক বিশেষ উদ্যোগ নিয়েছে নাসা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিরল মুহূর্তের সাক্ষী থাকতে চলছে জোড় তৎপরতা।

নাসার তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট উচ্চতা থেকে গ্রহণ দেখার জন্য বিশেষ গবেষণামূলক বিমান পাঠানো হবে আকাশে। নাসার ডব্লিউবি-৫৭ উচ্চ উচ্চতাসম্পন্ন গবেষণা বিমানটি থাকবে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট উপরে। ওই বিমান থেকে গ্রহণের সময় সূর্যের করোনা স্তর পর্যবেক্ষণ করবেন মহাকাশ বিজ্ঞানীরা। এ ছাড়া আমেরিকার বিভিন্ন প্রান্তে গ্রহণ দেখার জন্য বিশেষ বন্দোবস্ত করা হয়েছে।

মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করবে আমেরিকার মানুষজন। যা গত ৫০ বছরেও হয়নি। তাই সোমবারের গ্রহণকে কেন্দ্র করে আমেরিকায় আলাদা উন্মাদনা রয়েছে। উত্তর আমেরিকা, মেক্সিকো, কানাডায় ১৮৫ কিলোমিটার এলাকা থেকে এই গ্রহণ দেখা যাবে। টেক্সাস, ওকলাহোমা, মিসৌরি, ইলিনয়, ইন্ডিয়ানা, মিশিগান, আরকানসাস, টেনেসি, কেনটাকি, ওহাইও, পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, মেইন আমেরিকা সহ মোট ১৮টি রাজ্য থেকে এই গ্রহণ দেখা যাবে।গ্রহণ দেখার জন্য কানাডার নায়াগ্রা জলপ্রপাত আদর্শ জায়গা বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সেই কারণে সামনে ভিড় জমাতে শুরু করেছেন কাতারে কাতারে মানুষ। ভিড় সামাল দিতে নায়াগ্রা প্রশাসন জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে।

সোমবার অর্থাৎ ৮ এপ্রিল ভারতীয় সময় অনুযায়ী, রাত ৯টা ১২ মিনিট থেকে সূর্যগ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হবে রাত ১০টা ৮ মিনিট থেকে। রাত ২টো ২২ মিনিটে গ্রহণ ছাড়বে। ভারতে এই গ্রহণ দেখা যাবে না। তখন ভারতে রাত চলবে। আকাশে থাকবে না সূর্য।  আমেরিকায় গ্রহণ শেষ হবে সেদেশের সয়য় অনুযায়ী বিকেল ৫.১৬ মিনিটে। আমেরিকায় শেষ বার সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ অগস্ট। তবে শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই যাতে গ্রহণ দেখা যায়, তার ব্যবস্থা করেছে নাসা। গ্রহণের সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

9 mins ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

49 mins ago

শিল্পকলার অপব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

  পার্থ চৌধুরী আমাদের ছেলেবেলায় শিলিগুড়িতে নামগানের রমরমা ছিল উল্লেখ করার মতো। কোনও কোনও ঘুম…

55 mins ago

শ্রীবিহীন নীতি ভাঙা ‘কন্যাশ্রী’

  ইন্দ্রাণী সেনগুপ্ত কলেজ থেকে ফিরলাম। সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমার তিনটে ক্লাস ছিল,…

1 hour ago

Himanta Biswa Sarma | ‘বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীর ভারতের’, দাবি হিমন্তের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিক্ষোভের আগুনে পুড়ছে পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তানের সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন…

1 hour ago

Weather Report | ফের রাজ্যে বাড়ছে তাপমাত্রা, উত্তরের ৫ জেলায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে রাজ্যের তাপমাত্রা নেমেছিল কিছুটা। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল…

2 hours ago

This website uses cookies.