Saturday, October 5, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারFalakata | সোলার পাম্পই ভরসা! পানীয় জল নিয়ে চিন্তায় বাসিন্দারা

Falakata | সোলার পাম্পই ভরসা! পানীয় জল নিয়ে চিন্তায় বাসিন্দারা

সুভাষ বর্মন, ফালাকাটা: ডাঙ্গাপাড়ার গৃহবধূ মহুয়া কর সোমবার সকাল হতেই বোতল, ড্রাম সহ জল নিতে হাজির। এদিন রোদ উঠতেই শিশাগোড়ের সোলার পাম্প চলে। তাই মহুয়ার মতো আশপাশের নানা এলাকার গৃহবধূরা জল নিতে সোলার পাম্পের সামনে ভিড় জমান। কারণ, গত পাঁচদিন ধরে রাইচেঙ্গার পিএইচই-র পানীয় জল পরিষেবা বন্ধ। মহুয়ার কথায়, ‘প্রায় এক কিমি দূরে গিয়ে এদিন সোলার পাম্প থেকে জল নিয়ে আসি। অথচ পিএইচই-র জল থাকলে বাড়ির সামনে থেকে নিতে পারতাম।’ পাম্প বিকল হওয়ায় প্রায় ১০ হাজার মানুষ পরিস্রুত জল পাচ্ছেন না। এতদিনেও কেন পাম্প ঠিক করা হচ্ছে না তা নিয়ে এলাকার মানুষ প্রশ্ন তুলেছেন। তবে এদিন শুধু শিশাগোড়েই নয়, যেসব জায়গায় সোলার পাম্প আছে সেখানেই অনেক মানুষ জল নেওয়ার জন্য লাইন দেন। ফালাকাটার বিডিও অনীক রায়ের কথায়, ‘পিএইচই-র সঙ্গে কথা বলছি। দ্রুত যাতে পাম্প ঠিক করে পরিষেবা স্বাভাবিক হয় সেই চেষ্টা চলছে।’

গত বৃহস্পতিবার থেকে পিএইচই-র পানীয় জল পরিষেবা বন্ধ। সেদিন থেকে বৃষ্টি শুরু হয়। এদিকে বৃষ্টি ও মেঘলা আকাশের জন্য সোলার পাম্প শনিবার পর্যন্ত অচল ছিল। রোদ না ওঠায় সোলার পাম্পের প্যানেল চার্জ হয়নি। তাই ওই ক’দিন কেউ কেউ জারের জল কিনে খেয়েছেন। ফালাকাটার শিশাগোড়, বাবুপাড়া, বংশীধরপুর, বালুরঘাট ও কালীপুর এলাকায় কয়েকটি সোলার পাম্প আছে। এরমধ্যে বালুরঘাটের পাম্পটি অনেকদিন ধরে বন্ধ। স্থানীয় অনন্ত দাস জানান, এখানকার সোলার পাম্প কয়েক মাস ধরে খারাপ। এখন পিএইচই-র জলও বন্ধ। বাধ্য হয়ে বাড়ির নলকূপের জল খেতে হচ্ছে। তবে বাকি পাম্পগুলি থেকে এতদিন স্থানীয় ১০০-২০০ বাসিন্দা জল সংগ্রহ করতেন। বাকি বাসিন্দারা রোজ সকালে নিয়মিত পিএইচই-র জল নিতেন। কিন্তু টানা পাঁচদিন পিএইচই-র জল না থাকায় এখন সোলার পাম্পই এলাকাবাসীর ভরসা। পুজোর আগে পানীয় জলের এমন সংকট কালীপুরের ললিতা রায়, আদরি বালো, লক্ষ্মী দাসদের মতো গৃহবধূরা মেনে নিতে পারছেন না। পিএইচই-র জল দ্রুত চালু না হলে পাত্র নিয়ে রাস্তা অবরোধ করবেন বলেও তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।

পিএইচই-র রাইচেঙ্গার রিজার্ভারের মাধ্যমে বাবুরহাট, আসাম মোড়, রাইচেঙ্গা, কালীপুর বাঁধের পাড়, উত্তর কালীপুর, দক্ষিণ কালীপুর, বংশীধরপুর ও শিশাগোড় সহ বিস্তীর্ণ এলাকায় জল পরিষেবা দেওয়া হয়। রাইচেঙ্গার পাম্প অপারেটর কৃষ্ণ বর্মন বলেন, ‘পাম্প বিকল হওয়ায় জল বন্ধ আছে। বিষয়টি এজেন্সিকে বারবার জানানো হয়েছে।’ কয়েক মাস আগেও এখানকার জলের পাইপলাইন ভেঙে পরিষেবা বন্ধ ছিল। কিন্তু তখন দু-তিনদিনের মধ্যে পরিষেবা স্বাভাবিক হয়। নয়ন সরকার নামে এক তরুণের বক্তব্য, ‘দু’দিন ধরে চার কিমি দূরে পলাশবাড়ি গিয়ে বাইকে করে জল নিয়ে আসছি। এতদিন পিএইচই-র জল বন্ধ থাকা ঠিক নয়।’ এদিকে পিএইচই-র এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার ধীরাজ মণ্ডলকে ফোন করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন জানিয়ে এবিষয়ে কোনও মন্তব্য করেননি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Darjeeling | পুজো-পর্যটন নিয়ে আশায় বুক বাঁধছে পাহাড়

0
ভাস্কর বাগচী, শিলিগুড়ি: পুজো-পর্যটনের স্বার্থে ধসে বিপর্যস্ত পাহাড়কে দ্রুত স্বাভাবিক করতে তৎপর গোর্খ্যাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) (GTA)। শুক্রবার আবহাওয়া অনেকটাই অনুকূল থাকায় সকাল থেকে...
tea-garden

Tea Industry | চা শিল্পের উন্নয়নে বরাদ্দ প্রায় ৬৬৪ কোটি

0
শুভজিৎ দত্ত, নাগরাকাটা: চা শিল্পের (Tea Industry) উন্নয়নে কেন্দ্রীয় শিল্পবাণিজ্যমন্ত্রক প্রায় ৬৬৪ কোটি টাকা মঞ্জুর করেছে। এবারে ওই বরাদ্দ কীভাবে খরচ করা হবে, তা...

Arjun Singh | অর্জুন সিং-এর বাড়ির সামনে বোমাবাজি, পুলিশের জালে ৪ অভিযুক্ত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিজেপি নেতা অর্জুন সিং-এর (Arjun Singh) বাড়ির সামনে শুক্রবার সকালে বোমাবাজির ঘটনা ঘটেছিল। ভাটপাড়ার তৃণমূল (TMC) নেতা নমিত সিং এবং...

Siliguri | পুজোয় চক্রবর্তী বাড়িতে আসেন ফেলুদা-বব বিশ্বাস

0
তমালিকা দে, শিলিগুড়ি: ফেলুদা থেকে বব বিশ্বাস, বা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ারের সেই দুর্ধর্ষ ডাকাত সর্দার। সব্যসাচী চক্রবর্তী থেকে শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন সেনরা পারলে...

Northeast Frontier Railway | পুজোয় হারিয়ে যাওয়া ঠেকাতে উদ্যোগ, ছোটদের পরিচয়পত্র দেবে রেল

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: ট্রেন থেকে নেমে ঠাকুর দেখতে গিয়ে ছোটরা যাতে হারিয়ে না যায় সেজন্য উত্তর–পূর্ব সীমান্ত রেল (Northeast Frontier Railway) উদ্যোগী হয়েছে। এজন্য...

Most Popular