শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Madan Mitra | ‘কিছু কর্মী দলটাকে খুবলে খাচ্ছে’,ফের ‘মদনবাণে’ বিদ্ধ ঘাসফুলের নেতারা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল: তাঁকে রাজনীতির আঙিনায় বর্তমানে সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায়না। কিন্তু তিনি যখন মুখ খোলেন তাই যেন খবরের শিরোনাম দখল করে। তিনি হলেন কামারাহটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দলের রোষানলে পড়েছিলেন। তবুও ‘মদনবাণ’ আজও একই রকম ধারাল। তারই প্রমাণ মিলল কামারহাটি বিধানসভার অধীন এক কর্মীসভার বৈঠক থেকে। সেখান থেকে দলের নাম না করে দলের একাংশকে বলেন, তৃণমূলের কিছু কর্মী দলটাকে খুবলে খেয়েছে।’

মদনের কথায়, ‘এখানে যাঁরা আছেন, তার মধ্যে অন্তত ৪০ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন। এঁদের মধ্যেই কিছু কর্মী আছেন যাঁরা তৃণমূল (TMC) দলটাকে খুবলে নিয়েছেন।’ এরই সঙ্গে কর্মীসভায় দাঁড়িয়ে ব্লক সভাপতিদের পরামর্শ দিয়ে বলেন, ‘প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে রিপোর্ট নিতে হবে, কারা মিটিং মিছিলে আসছেন না, সভায় থাকছেন না তাঁদের চিহ্নিত করতে হবে।’

তৃণমূলের অভ্যন্তরে কী ছবি তা বহুবার সামনে এনেছেন মদন মিত্র। সম্প্রতি আইপ্যাকের বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ সামনে আনেন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থার বিরুদ্ধে তিনি বলেছিলেন, ‘আমাদের পার্টিতে টাকাপয়সার লেনদেন ছিল না। এই একটা এজেন্সি আমাদের পার্টিতে ঢুকল। তারা এসব শুরু করল।অনেক গুরুত্বপূর্ণ নামী-দামি ছেলের কাছে শুনেছি, তাঁরা টিকিট পাওয়ার জন্য কেউ ২৫ লাখ, কেউ ৫০ লাখ দিয়েছেন। এই এজেন্সির ছেলেদের দিয়েছেন। তাঁরা কেউ নমিনেশন পাননি। লজ্জায় কাউকে বলতেও পারছেন না। এত বড় বড় নাম তাঁদের। প্রমাণও নেই। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও দুর্নাম ছিল না। যেটুকু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি লেগেছে, তা প্যাকওয়ালাদের জন্য।’ যদিও পরবর্তীতে তাঁর এই বক্তব্যের জন্য সুব্রত বক্সীকে চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন মদন। আজ ফের বিতর্কিত মন্তব্য নিয়ে মদনকে দলের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে তাকিয়ে ওয়াকিবহাল মহল।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

India vs Australia | বৃষ্টিতে পণ্ড শেষ ম্যাচ, অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় ভারতের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আবহাওয়ার বাধায় শেষ পর্যন্ত সিরিজের...

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Bihar Polls Phase 1 | প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল বিহারে! চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ কমিশনের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল...

BDO Prasanta Barman | বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালক ও বন্ধু গ্রেপ্তার! ঘটনার ১২ দিনের মাথায় অ্যাকশনে পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দত্তাবাদে (Duttabad) স্বর্ণ ব্যবসায়ী খুনের...