উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘বিচার না পাওয়ার ২৩ দিন পেরিয়েছে, এর শেষ দেখে ছাড়বো’। জুনিয়ার চিকিৎসকদের লালবাজার অভিযান ঘিরে তোলপাড় কলকাতা শহর। পুলিশে পুলিশে ছয়লাপ বউবাজার চত্বর। জুনিয়র ডাক্তারদের প্রবেশ রুখতে লালবাজারের কাছে ৯ ফুট উচ্চতার লোহার গার্ডরেল তৈরি করা হয়েছে। চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে হাতে প্রতীকী ‘শিরদাঁড়া’ নিয়ে মিছিলে হাঁটছেন এক ছাত্রী। আন্দোলনকারীদের কারও কারও হাতে রয়েছে গোলাপ, রজনীগন্ধার তোড়া। লালবাজার পৌঁছে পুলিশের হাতে ফুল তুলে দেবেন তাঁরা। ব্যারিকেডে পরাবেন ফুলের মালা। সিসিটিভি ক্যামেরা, আকাশে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ।
কিন্তু লালবাজারের বহু আগেই ব্যারিকেড তৈরি করে জুনিয়ার ডাক্তারদের আটকে দিয়েছে পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে তুমুল বচসা শুরু হয় আন্দোলনকারী চিকিৎসকদের। শেষ পর্যন্ত ফিয়ার্স লেনে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। সামনে রয়েছে বিরাট পুলিশবাহিনী। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা লালবাজারে যেতে চান। যদিও পুলিশ কোনও ভাবেই আন্দোলনরত চিকিৎসকদের আর এগোতে দিতে রাজি নয়।