উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) অতীতে অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন। তাঁদের মধ্যেই একজন হলেন সোমি আলি (Somy Ali)। সলমনের সঙ্গে আট বছর সম্পর্কে ছিলেন তিনি। এদিকে বিগত কয়েকদিন ধরে সলমন খুনের হুমকি পাওয়ার পরই ভীষণভাবে অ্যাক্টিভ সোমি। এমনকি সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে প্রেম নিয়েও মুখ খুলেছেন তিনি। আট বছরের এই সম্পর্ক থেকে পাওয়া অভিজ্ঞতা ও তাঁদের সম্পর্কের গতিশীলতার বিবরণ দিয়েছেন সোমি। এমনকি সলমনের সঙ্গে লরেন্সের তুলনা করেছেন তিনি। সোমির মতে, লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) চেয়েও খারাপ সলমন।
সোমি বলেন, ‘সলমন আমার সঙ্গে যে আচরণ করেছেন, অন্য কারও সঙ্গে করেননি। বিশেষ করে সলমন আমাকে যতটা হেনস্তা করেছিল ততটা কাউকে করেননি।’ তিনি আরও বলেন, ‘একবার সলমন আমায় এতটাই মারধর করেছিলেন যে বাড়ির পরিচারকও দরজায় ধাক্কা দিয়ে তাঁকে মারধর না করার জন্য অনুরোধ করেছিলেন। আমার পিঠে অসহ্য যন্ত্রণা হয়েছিল। এবং দীর্ঘদিন ধরে বিছানায় পড়েছিলাম। অভিনেত্রী তাবু আমার অবস্থা দেখে কেঁদে ফেলেছিলেন। কিন্তু সলমন আমার সঙ্গে দেখা করতে আসেনি।’ এরপরই সলমনের সঙ্গে লরেন্সের তুলনা টেনে সোমি বলেন, ‘সলমন আমার সঙ্গে যা করেছেন তা বিবেচনা করে আমি বলতে পারি যে লরেন্স বিষ্ণোই সলমনের চেয়ে ভালো।’ তিনি ঐশ্বর্যর সঙ্গে সলমনের সম্পর্কের প্রসঙ্গ টেনেও বলেন, ‘ঐশ্বর্যর সঙ্গেও খুব খারাপ ব্যবহার করেছেন সলমন। এমনকি ঐশ্বর্যর কাঁধের হাড়ও ভেঙে দিয়েছিলেন। তবে আমি জানি না তিনি ক্যাটরিনার সঙ্গে ঠিক কী করেছিলেন।’
৯০-এর দশকে বলিউডে (Bollywood) সক্রিয় ছিলেন সোমি। ১৯৯৯ সালে সলমনের সম্পর্ক ভাঙার পরই তিনি ইন্ডাস্ট্রি এবং ভারত ছেড়ে চলে যান। এরপরই ঐশ্বর্যর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। বর্তমানে সোমি তাঁর নিজস্ব এনজিও ‘নো মোর টিয়ার্স’ চালান। যা মানব পাচার এবং পারিবারিক হিংসার শিকার হওয়া ব্যক্তিদের সাহায্যের জন্য কাজ করে চলেছে।