Featured

মাকে মেরে পুঁতে দিল ছেলে! দেহ উদ্ধার হতেই শোরগোল পুণ্ডিবাড়িতে

পুণ্ডিবাড়ি: এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। নিজের মাকে খুন করে মাটির নীচে পুঁতে রেখেছে ছেলে। এমনই অভিযোগে শুক্রবার উত্তাল হয়ে উঠল পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত কাঁঠালবাড়ি এলাকা। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ওই এলাকার বাসনা সরকার (৭০) নামে বৃদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর প্রতিবেশীরা ওই বৃদ্ধার বাড়ি গিয়ে ডাকাডাকি করলেও কোনরকম সাড়া পাননি। বৃদ্ধার শোবার ঘরে খোঁজ করতে গিয়ে প্রতিবেশীরা ঘরের মেঝে খোঁড়া অবস্থায় দেখতে পান। সেখানে বৃদ্ধার পায়ের জুতো পড়ে থাকতে দেখা যায়। এরপরেই তাঁদের সন্দেহ হলে প্রথমে ঘরের মেঝে খুঁড়ে এবং পরে বাড়ির পাশে থাকা একটি পুকুরে বৃদ্ধার খোঁজ করতে থাকেন। তাতেও খোঁজ না পেয়ে আশেপাশে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করতে শুরু করেন প্রত্যেকে।

এরপর বৃদ্ধার বাড়ি থেকে আনুমানিক ৫০০ মিটার দূরে ভুট্টাখেতের পাশে জমিতে একটি পায়ের অংশ দেখতে পান প্রতিবেশীরা। এরপরেই খবর দেওয়া হয় পুণ্ডিবাড়ি থানায়। খবর পেয়ে পুণ্ডিবাড়ি থানার ওসি নকুল রায় বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছোন। পরবর্তীতে জেলা পুলিশের ডিএসপি হেড কোয়ার্টার চন্দন দাসও ঘটনাস্থলে যান। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই বৃদ্ধার ছেলে মিঠুন সরকার নিজেই তার মাকে খুন করে দেহ লোপাট করার জন্য ওভাবে বাড়ির অদূরে মাটিতে পুঁতে রেখেছিল। স্থানীয়রা জানান, বৃদ্ধার স্বামী অনেক আগেই মারা গিয়েছেন। বাড়িতে তিনি আর তাঁর ছেলে থাকতেন। ছেলে প্রায় দিনই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে মারধর করত। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সন্ধ্যা পর্যন্ত ওই বৃদ্ধা বাড়ির পাশেই এক নিকটাত্মীয়ের বাড়িতে টিভি দেখছিলেন। এরপর মিঠুন নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে ডেকে নিয়ে যায়। তারপর আর কিছু বোঝা যায়নি। এদিন সকাল থেকে বৃদ্ধাকে দেখতে না পাওয়ায় তার খোঁজ করতে গিয়েই ঘটনাটি চোখে পড়ে স্থানীয়দের। তবে এদিন সকাল থেকেই ওই যুবককে এলাকায় আর দেখা যায়নি বলে জানান স্থানীয়রা। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, ভুট্টাখেতের পাশ থেকে মাটি খুঁড়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Kartik Maharaj | ‘হামলা হতে পারে সঙ্ঘের আশ্রমে!’ আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ কার্তিক মহারাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)।…

17 mins ago

Sandeshkhali | ১৪ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ নয়, ভাইরাল ভিডিও কাণ্ডে রেখা পাত্রকে স্বস্তি দিল হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা হাইকোর্ট স্বস্তি দিল সন্দেশখালির ভাইরাল ভিডিও কাণ্ডে বসিরহাট কেন্দ্রের বিজেপি…

24 mins ago

PBU | পিবিইউ-র অধীনে কলেজগুলিতে ৮৫ শতাংশ পড়ুয়াই ফেল

কোচবিহার: নয়া শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরের প্রথম সিমেস্টারের রেজাল্টে রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল করলেন। কোচবিহার…

25 mins ago

বাজার ছেয়েছে লেবেলবিহীন সস-ঘিতে, স্বাস্থ্যহানির আশঙ্কা

জলপাইগুড়ি: বিগত দুই-তিন বছরে জলপাইগুড়ি শহরজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সীমাহীন ফাস্ট ফুডের দোকান।…

27 mins ago

America | বেপরোয়া গতির বলি! আমেরিকায় দুর্ঘটনায় মৃত ৩ ভারতীয় বংশোদ্ভূত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (America) বেপরোয়া গতির বলি তিন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া (Indian-origin student)।…

30 mins ago

Dalkhola | বুদ্ধ পূর্ণিমায় বিশেষ আয়োজন, ডালখোলার কাটনা কালি মন্দিরে সাজো সাজো রব

ডালখোলা: ১৯৬৭ সালের ১৫ অগাস্ট ডালখোলা রেল স্টেশনের অদূরে মিটারগেজ রেলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন শতাধিক…

55 mins ago

This website uses cookies.