কিশনগঞ্জঃ শাশুড়িকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল পুত্রবধূর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকার ঝিলঝিলি গ্রামে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত পুত্রবধূ।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিবাদ লেগেই ছিল শাশুড়ি সালমা খাতুন ও পুত্রবধূ সালমা বেগমের মধ্যে। সালমা খাতুনের একমাত্র ছেলে পরিযায়ী শ্রমিক। কেন শাশুড়ি রোজগার করেন না তা নিয়েই ক্ষোভ ছিল পুত্রবধূ সালমা বেগমের। এই বিষয় নিয়েই গত ১৩ জুন মঙ্গলবার দুজনের মধ্যে বিবাদ চরমে ওঠে। সেই সময় হাতাহাতিতে জড়িয়ে পড়ে শাশুড়ি বৌমা। বৌমার বেদম প্রহারে গুরুতর জখম হন শাশুড়ি। এরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বাহাদুরগঞ্জ গ্রামীন হাসপাতালে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কিশনগঞ্জ সদর হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় সালমা খাতুনের।
এদিকে ঘটনার পর থেকেই বেপাত্তা খুনে অভিযুক্ত পুত্রবধূ সালমা বেগম। তাঁর খোঁজে জায়গায় জায়গায় তল্লাশি শুরু করেছে বাহাদুরগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় থানায় একটি খুনের মামলা দায়ের করেছে মৃতার আত্মীয়। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বাহাদুরগঞ্জ থানার আইসি চিত্তরঞ্জন প্রসাদ যাদব জানান পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।