সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Soundarya Death Case | জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রীর মৃত্যুর ২২ বছর পর চাঞ্চল্যকর তথ্য, তেলুগু অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সূর্যবংশম’ (Sooryavansham) ছবির সেই জনপ্রিয় নায়িকা সৌন্দর্যকে প্রায় সকলেরই চেনা। বিমান দুর্ঘটনায় তাঁর (Soundarya Death Case) মৃত্যুর দু’যুগেরও বেশি সময় কেটে গিয়েছে। ২২ বছর পর এই ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় তেলুগু অভিনেতা মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একজন সমাজকর্মী এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তাঁর অভিযোগ, দুর্ঘটনার জন্য দায়ী মোহনবাবু।

খাম্মাম জেলার বাসিন্দা ওই সমাজকর্মী সম্প্রতি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর (Mohan Babu) ষড়যন্ত্র রয়েছে। ২২ বছর আগের মৃত্যুরহস্য নিয়ে এবার তদন্ত হওয়া দরকার। তিনি এও জানান, মাঞ্চু মোহনবাবু তাঁকে হুমকি দিয়েছেন। তাঁর প্রাণসংশয় রয়েছে। তাই তাঁকেও যেন পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদনও জানিয়েছেন ওই সমাজকর্মী।

অভিযোগনামায় উল্লেখ রয়েছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। অভিযোগকারীর দাবি, বিমান দুর্ঘটনার আগে মোহনবাবু সৌন্দর্যকে তাঁর জালেপল্লীর ছয় একর জমির বিলাসবহুল গেস্ট হাউজ বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। যা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই। মৃত্যুর সময় সৌন্দর্য অন্তঃসত্ত্বা ছিলেন। সেই বিমানে তাঁর ভাইও সঙ্গে ছিলেন। বেঙ্গালুরু থেকে এক রাজনৈতিক দলের হয়ে প্রচারে যাচ্ছিলেন তিনি। মাঝপথেই বিমান দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়। ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, ‘সূর্যবংশম’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন সৌন্দর্য। এই ছবিতে অমিতাভের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Sushant Singh Rajput death case | আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিং রাজপুত? আদালতে অন্তিম রিপোর্টে কী জানাল সিবিআই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আত্মহত্যাই করেছিলেন বলিউড অভিনেতা...

Salman Khan | সলমনের ‘সিকন্দর’ ছবির প্রচারে রাশ, বিষ্ণোই গ্যাংয়ের আতঙ্কের জের?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ মার্চ সলমন খানের...

Ranbir Kapoor-Alia Bhatt | আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন! গোপন কথা ফাঁস করে কী জানালেন অভিনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে সাত পাকে বাঁধা...

Alia-Ranbir | দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন আলিয়া! কী ইঙ্গিত দিলেন রণবীর?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে সাত পাকে বাঁধা...