কলকাতা: সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেটের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশের লজ্জার সঙ্গে আজ যুক্ত হল বর্ডার-গাভাসকার ট্রফিতে হার।
ব্যাটাররা রানে নেই। জসপ্রীত বুমরাহ ছাড়া বাকি বোলিংও অচল আধুলির মতোই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালেও যোগ্যতা অর্জনে ব্যর্থ টিম ইন্ডিয়া। গৌতম গম্ভীরের কোচিংয়ে দুঃসময় চলছে। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় কী? বিরাট কোহলির মতো তারকা ব্যাটার কীভাবে একই ভুল বারবার করেন? অধিনায়ক রোহিত শর্মার সিডনি টেস্ট না খেলার সিদ্ধান্ত কীভাবে দেখছেন?
আজ দুপুরে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব ও জেএসডব্লিউ সিমেন্টের পরিচালনায় আয়োজিত দুই দিনের ফুটবল প্রতিযোগিতার আসরে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই তিনি রোহিতদের মিশন অস্ট্রেলিয়ার ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, অস্ট্রেলিয়া হোক বা অন্য কোনও প্রতিপক্ষ দল, টেস্ট ম্যাচের আসরে ১৬০-১৭০ রান করলে ম্যাচ জেতা সম্ভব নয়। পরিসংখ্যান বলছে, স্যর ডন ব্র্যাডম্যানের দেশে ব্যর্থ শক্তিশালী ভারতীয় ব্যাটিং। সৌরভ সেই বিষয় তুলে ধরে আজ বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ভালো ব্যাটিং করতে না পারলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকে না। ১৭০ রান করে টেস্ট জেতা যায় না। ধারাবাহিকভাবে অন্তত ৩৫০-৪০০ রান করা খুব প্রয়োজন।’
বর্ডার-গাভাসকার ট্রফিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে। পাশাপাশি দলের অনেক ব্যাটারের শট বাছাই নিয়েও চলছে বিতর্ক। সৌরভ নিজেও পরিস্থিতি সম্পর্কে সচেতন। মহারাজের কথায়, ‘ক্রিকেট দলগত খেলা। দল হিসেবে পারফর্ম করা জরুরি। তাছাড়া টিম ইন্ডিয়ার ব্যাটিং ব্যর্থতা নিয়ে নির্দিষ্ট কোনও ক্রিকেটারের কথা না বলে পুরো দলের ব্যর্থতার কথাই বলতে হবে।’ ঋষভ পন্থকেও কাঠগড়ায় তোলা হয়েছে। তাঁর দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন নিয়েও চলছে সমালোচনার ঝড়। সৌরভের কথায়, ‘ঋষভ বড় রান পায়নি ঠিকই। কিন্তু শুধু ওকে একা দোষ দেওয়া ঠিক নয়। দলের বেশিরভাগ ব্যাটারই তো ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়ায়।’
স্যর ডনের দেশে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে সামনে আসছে বিরাট কোহলির অফ ফর্ম। পারথের দ্বিতীয় ইনিংস বাদ দিলে কোহলি সম্পূর্ণ ব্যর্থ। বারবার একই ভুল করে চলেছেন বিরাট। তাঁর সমস্যাটা টেকনিকাল নাকি মানসিক? প্রশ্ন শুনে একটু সময় নিয়ে মহারাজকীয় জবাব, ‘বিরাটের মতো এত বড় একজন ক্রিকেটারের কীভাবে বারবার একই সমস্যা হয়, বুঝে উঠতে পারি না আমি। তবে আমি নিশ্চিত, ওর মতো ক্রিকেটার ঠিকই রানে ফিরবে। রানে ফেরার মন্ত্র জানে বিরাট।’ অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে রানের খরাও স্যর ডনের দেশে ভুগিয়েছে ভারতকে। সিডনি টেস্টে নিজেই প্রথম একাদশ থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত। তাঁর এমন চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে সৌরভ বলছেন, ‘রোহিতের সিদ্ধান্তটা একান্তভাবেই ওর। এমন ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। তবে মনে রাখবেন, রোহিতও বড় ক্রিকেটার।’ গৌতম গম্ভীর কোচের দায়িত্ব পাওয়ার পর থেকেই কেন টিম ইন্ডিয়ার সাফল্যের গ্রাফ নিম্নমুখী? এমন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন মহারাজ।