Sourav Ganguly | বিরাটের অবসরে অবাক সৌরভ!

শেষ আপডেট:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শরীর ভালো ছিল না একেবারেই। দিন কয়েক বাড়ি থেকেই বার হননি। সুস্থ হয়ে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার লেক ক্লাবে হাজির হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেখানে এক অনুষ্ঠানে হাজির হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মহারাজ তাঁর বিস্ময় গোপন করেননি। জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির আচমকা অবসরের সিদ্ধান্ত তাঁকে অবাক করেছে। প্রাক্তন ভারত অধিনায়কের কথায়, ‘একজন ক্রিকেটার বা ক্রীড়াবিদ কখন অবসর নেবে, সিদ্ধান্তটা সেই ঠিক করে। রোহিত-বিরাটরা নিজের ইচ্ছায় টেস্ট থেকে অবসর নিয়েছে। ওদের দুর্দান্ত কেরিয়ারের কথা চিরকাল মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা।’ রোহিতের পর কোহলিও টেস্ট ছেড়েছেন। ইংল্যান্ড সিরিজের আগে বিরাটের অবসরের সিদ্ধান্তে আপনি কি অবাক? প্রশ্ন শেষ হওয়া মাত্রই মহারাজের জবাব, ‘হ্যাঁ, কোহলির অবসরের সিদ্ধান্ত অবাক করেছে আমায়।’

কুড়ির ক্রিকেট আগেই ছেড়েছিলেন তাঁরা। সম্প্রতি রোহিত-বিরাটরা টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণার পর ভারতীয় ক্রিকেট পরিবর্তনের মধ্যে দিয়ে চলেছে। তার মধ্যেই সামনে ইংল্যান্ড সফর। যেখানে রোহিতের উত্তরসূরির খোঁজ চলছে। টেস্টে নতুন ভারত অধিনায়ক হিসেবে শুভমানের নাম রয়েছে সবার আগে। শুভমানকেই কি টেস্ট অধিনায়ক করা উচিত? এমন প্রশ্নের সামনে সতর্ক সৌরভ বলছেন, ‘জাতীয় নির্বাচকরাই এই প্রশ্নের জবাব দিতে পারবেন। আমার কিছু বলার নেই।’ ভারত বনাম পাকিস্তান যুদ্ধ শুরুর পরিস্থিতি তৈরি হয়েছিল কয়েকদিন আগেই। স্থগিত হয়ে গিয়েছিল আইপিএলও। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আইপিএল যখন ফের শুরু হল, তখন ইডেন গার্ডেন্স থেকে প্রতিযোগিতার ফাইনাল আহমেদাবাদে চলে যেতে বসেছে। এমন ঘটনা সামনে আসার পর সিএবির তরফে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে ম্যাচ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। স্পর্শকাতর বিষয় নিয়ে প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ আজ মুখ খুলেছেন। বলেছেন, ‘এত সহজে ম্যাচ সরে যায় নাকি। চেষ্টা চলছে ইডেনে ফাইনাল আয়োজনের। ইডেনেই ফাইনাল হওয়া নিয়ে আমি আশাবাদী এখনও।’

More like this
Related

VVS Laxman | ভারতীয় দলের কোচ এখন লক্ষণ! কোচিংয়ের সমীকরণ কি বদলে গেল ইংল্যান্ডের মাটিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে...

WTC Final 2025 | আর নয় ‘চোকার্স’! অজিদের ৫ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে ২৭ বছরের শাপমোচন! ‘চোকার্স’...

Wimbledon | পুরস্কার মূল্য ৬২২ কোটি! আর কী বদল আসছে এবারের উইম্বলডনে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উইম্বলডনে আসতে চলেছে বেশ কিছু...

Michal Probierz | ইস্তফা দিলেন মিকাল প্রবিয়ার্জ, এবার কি দলে ফিরবেন লেয়নডস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইস্তফা দিলেন পোল্যান্ডের জাতীয় দলের...