অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: চলছে অষ্টাদশ আইপিএল। একইসঙ্গে আলোচনা চলছে জুন মাসে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর নিয়েও। বিলেতে ভারতীয় দলের কম্বিনেশন কেমন হতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। হয়তো আর কয়েকদিনের মধ্যেই বিলেত সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে যাবে। আর সেই দলে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ারকে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়কের মনে হচ্ছে, শ্রেয়স দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে চলতি আইপিএলে ব্যাট হাতে যেমন ছন্দে রয়েছেন, তারপর শ্রেয়সের অবশ্যই বিলেত সফরের টিম ইন্ডিয়ার স্কোয়াডে থাকা উচিত। শুধু তাই নয়, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলির পর ভারতীয় দলের পাঁচ নম্বর ব্যাটার হিসেবে শ্রেয়সকে দেখতে চাইছেন মহারাজ। সৌরভ বলেছেন, ‘শ্রেয়স স্বপ্নের ফর্মে রয়েছে। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, ওর ইংল্যান্ড সফরের দলে থাকা উচিত। ভারতীয় ব্যাটিং লাইনের পাঁচ নম্বর জায়গায় শ্রেয়সই এখন আদর্শ।’
শ্রেয়স শেষপর্যন্ত ইংল্যান্ড সফরের দলে সুযোগ পাবেন কিনা, সময় বলবে। কিন্তু তার আগে নিশ্চিতভাবেই তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মূল চুক্তিতে ফিরতে চলেছেন। চলতি মাসের শেষের দিকে বিসিসিআইয়ের তরফে ভারতীয় ক্রিকেটারদের মূল চুক্তির তালিকা প্রকাশিত হতে পারে। আর সেই তালিকায় শ্রেয়সের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা। ঠিক যেমন চোট সারিয়ে মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের পুরস্কার হিসেবে অলরাউন্ডার শার্দূল ঠাকুরও বোর্ডের মূল চুক্তির তালিকায় ফিরতে চলেছেন। শার্দূলের ইংল্যান্ড সফরেও যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।