উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ স্টেপ আউট করে ছক্কা মারায় জুড়ি মেলা ভার সৌরভের। তাঁর চোখ ধাধানো স্টেপ-আউট করে এসে ছক্কা মারার শট ভোলেনি ক্রিকেট প্রেমীরা। সে সব আজ অতীত হলেও নেটে ঠিক সেই পুরানো ছন্দেই দেখা গেল বাংলার মহারাজকে। সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে দিল্লির অনুশীলনে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টেপ আউট করা ছয়ের ভিডিও। তাঁর ক্রিকেট কেরিয়ারে অনেক বোলারের বলকে স্টেপ আউট করে এসে ছক্কা মেরেছেন। এবারও স্টেপ-আউট করে এসে পুরনো ছন্দে বল মাঠের বাইরে পাঠালেন সৌরভ।
Dada coming down the ground and turning back the clock 😍
🎥 | Don't miss out on seeing the legend bat again 🤩#YehHaiNayiDilli #IPL2023 #DCAllAccess | @SGanguly99 pic.twitter.com/vYO1oLbQEn
— Delhi Capitals (@DelhiCapitals) May 5, 2023
ঠিক যেন চেনা ছন্দে তিনি। সেই তাঁর চোখ ধাধানো স্টেপ-আউট করে এসে ছক্কা মারা। বয়স বাড়লেও তাঁর ক্রিকেট খেলার ধরণ যে পরিবর্তন হয়নি তা ফের একবার প্রমাণিত হল। তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস দলের ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকা পালন করছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পায়ে প্যাড না লাগিয়ে হাতে গ্লাভস পড়ে নেটে ব্যাট করছেন মহারাজ। আর নেটে ব্যাট হাতে নিয়ে পুরনো ছন্দে দেখা গেল ক্রিকেটের এই কিংবদন্তিকে। স্টেপ-আউট করে ছক্কা মারলেন তিনি। কোনও বল মিস নেই, তাঁর ব্যাট থেকে ঝলসে উঠল অফ সাইডে চোখ ধাধানো শটও। কখনও প্রয়োজনে ব্যাকফুটে গিয়ে ডিফেন্স করলেন তিনি। যা বহুদিন পর দেখতে পেলেন সমর্থকরা।
স্টেপ আউট করে ছক্কা মারাতেই শুধু পারদর্শী ছিলেননা, অফসাইডের ভগবানও তিনি। অফ সাইডের শুধুমাত্র ব্যাট এগিয়ে দিয়ে বাউন্ডারি যা কারোর অজানা নয়। তাঁর এই কভার ড্রাইভের কথা ভুলে গিয়েছেন এমনটা একেবারেই নেই। তাই দিল্লি ক্যাপিটালস এই কিংবদন্তির নেটে ব্যাট করা ভিডিয়ো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে।