উত্তরবঙ্গ সংবাদ নিউজ ডেস্ক: এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন সাংবাদিকরা। কর্তব্য পালনের পাশাপাশি আর পাঁচজন নাগরিকের মতো শামিল হতে পারবেন ভোট উৎসবে। সূত্রের খবর, এবিষয়ে অনুমতি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যদিও এবিষয়ে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা হয়নি বলেই জানা গিয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে চলেছে দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই এমন সিদ্ধান্ত কার্যকরী হলে পেশাগত চাপ সামলে গণতান্ত্রিক দায়িত্ব পালনে যথেষ্ট সুবিধে হবে বলেই মনে করছে সাংবাদিক মহল।