খেলাধুলা

T-20 World Cup | স্বপ্নের দৌড় থামল আফগানদের, প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফাইনালের দৌড় থেমে গেল আফগানদের। দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল (Semi final) থেকে বিদায় নিলেন রশিদ খানরা। মাত্র ৫৬ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান (Afghanistan)। অন্যদিকে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক। কিন্তু ত্রিনিদাদের পিচে দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ে আফগান ব্যাটিং বিভাগ। সেমিফাইনালের মতো ম্যাচের প্রথম ওভারেই আউট হয়ে যান রহমানুল্লা গুরবাজ। পাওয়ার প্লের মধ্যেই ৫ উইকেট খুইয়ে ফেলে আফগানরা। মাত্র ১১.৫ ওভার ব্যাটিং করে ৫৬ রানেই আফগানিস্তানের ইনিংস শেষ হয়ে যায়। আফগান ব্যাটিং বিভাগে একমাত্র আজমতুল্লাহ ওমরজাই দুই অঙ্কের রান করতে পেরেছেন। তাও মাত্র ১০। বাকি আর কেউ দশের গণ্ডিও পেরোননি।

মাত্র ৫৭ রানের টার্গেট নিয়ে মাঠে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। যদিও প্রথম তিন ওভারে বল হাতে কামাল দেখিয়েছেন ফারুকি এবং নবীন উল হক। আফগানিস্তানের হয়ে ডি’ককের উইকেটও তুলে নেন ফারুকি। তবে মাত্র ৫৬ রান দক্ষিণ আফ্রিকাকে হারানোর জন্য যথেষ্ট ছিল না। তাই মাত্র ৮ ওভার ৫ বলে ১ উইকেট খুইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক মার্করাম করেন ২৩, রিজা হেনড্রিক্স করেন ২৯ রান।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭২ রানে অল আউট হয়ে গিয়েছিল আফগানিস্তান। সেটাই ছিল এখনও পর্যন্ত আফগানদের সব থেকে কম রানের ইনিংস। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে গেল। আগামী ২৯ জুন রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) ফাইনাল ম্যাচ। সেদিন ভারত-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা।

Shahini Bhadra

Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Jayanti | নিশ্চিহ্ন হওয়ার পথে শতাব্দীপ্রাচীন জয়ন্তী ব্রিজের পিলার

ভাস্কর শর্মা, জয়ন্তী: আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে বাঁচাও। আমি বাঁচতে চাই। আমি এখনও…

14 mins ago

রাজগঞ্জে কারবার এক সংগঠিত শিল্প

  দীপ সাহা দিগন্ত বিস্তৃত মাঠ। যতদূর চোখ যায় সবুজের সমারোহ। তার মাঝে মাঝে এখন…

44 mins ago

খুঁটি পুঁতলেই লাখ টাকা

শুভঙ্কর চক্রবর্তী ‘ফাঁকা জমি দেখতে যদি পাও দেরি না করে খুঁটি পুঁতে দাও। দৌড়ে যাও…

1 hour ago

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

নাগরাকাটা: চা বাগানের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানকার সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড…

1 hour ago

ফ্লাইং অফিসার হয়ে স্বপ্নপূরণ বানারহাটের বিকাশের, খুশির হাওয়া এলাকায়

নাগরাকাটা: জীবনে লড়াই করার তাগিদ ও সদিচ্ছা থাকলে একদিন সাফল্য আসবেই। কথাটা আরও একবার প্রমাণ…

2 hours ago

T-20 World Cup | দীর্ঘ প্রতীক্ষার অবসান! টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে ১৭ বছরের অপেক্ষার অবসান। ২০০৭ সালের পর ফের ২০২৪ সালে…

2 hours ago

This website uses cookies.