কোচবিহার: রোপ মালখাম্ব। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই খেলার প্রসার ঘটছে কোচবিহারেও। চুড়ান্ত শারীরিক দক্ষতা ও পরিশ্রমকে সঙ্গী করে দড়ির উপর ঝুলে যোগাসন করতে হয়। তারই পোশাকি নাম রোপ মালখাম্ব। এতদিন কোচবিহারে এ ধরনের খেলা দেখা যায়নি বললেই চলে। চন্দননগর থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পর রাজবাড়ির পেছনে লিচুতলার মাঠে গাছের ডালে দড়ি বেঁধে রোপ মালখাম্বের চর্চা করছে কয়েকজন। কিছুদিন আগে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে পদকও জিতেছে এখানকার প্রতিযোগীরা। নিয়মিত চর্চা চললে রোপ মালখাম্বের আরও প্রসার ঘটবে বলেই দাবি তাদের।
ক্রিকেট, ফুটবল, ভলিবল, ক্যারাটের মতো জনপ্রিয় খেলাগুলির দিকেই অধিকাংশ মানুষের ঝোঁক বেশি। তবে নতুন ধরণের খেলাধুলোর দিকে আগ্রহী হয়ে রোপ মালখাম্বের দিকে ঝুঁকেছে রাজুকুমার, ইশানরা। লিচুতলার মাঠে অনুশীলনের ফাঁকে অষ্টম শ্রেণির পড়ুয়া রাজুকুমার রায় জানিয়েছে, রোপ মালখাম্ব অত্যন্ত শারীরিক দক্ষতার একটি খেলা। সবাই তো ক্রিকেট, ফুটবল নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে তারা নতুনত্ব কিছু করার চেষ্টা করছে। দশম শ্রেণির ইশান সাহা জানায়, তারা কয়েক মাস ধরে রোপ মালখাম্বের অনুশীলন করছে। একটি প্রতিযোগিতাতেও অংশ নিয়েছে। নিয়মিত এটা নিয়ে লেগে থাকলে দক্ষিণ ভারতের মতো কোচবিহারেও রোপ মালখাম্ব জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা তাদের।
অনুশীলনে দেখা গেল, একটি গাছের ডালে বিশেষ ধরনের দড়ি বেঁধেছে প্রতিযোগীরা। এরপর বিশেষ কায়দায় সেই দড়ি ধরে শূন্যে উঠে যাচ্ছে তারা। সেখানেই একের পর এক যোগাসন করে দেখাচ্ছে। যে যত সাবলীলভাবে সঠিক উপায়ে যোগাসন করতে পারবে, সেই তত দক্ষ খেলোয়াড়।
কোচ বিভূতিভূষণ সরকার জানিয়েছেন, বেঙ্গল মালখাম্ব অ্যাসোসিয়েশন থেকে চন্দননগরে আয়োজিত একটি শিবিরে প্রশিক্ষণ নেওয়ার পর কোচবিহারেই নিয়মিত রোপ মালখাম্বের চর্চা চলছে। এখন মোটামুটি ১০-১২ জন প্রশিক্ষণ নিচ্ছে।