মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Abhishek Banerjee | অভিষেকের হয়ে কথা বলার জের! তৃণমূল থেকে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদারকে চেনেন? এর জবাবে সবাই বলবেন ‘না।’ তাহলে চলুন এদের সঙ্গে আপনাদের পরিচয় করাই। মণিশঙ্কর মণ্ডল হলেন ওয়েবকুপার সহ সভাপতি এবং দ্বিতীয় জন প্রীতম হালদার তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা। এই পরিচয় ছাড়াও তাঁদের আরও একটি পরিচয় রয়েছে, তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। শুক্রবার তাদের বহিষ্কার করেছে তৃণমূল। বহিষ্কারের নির্দেশ অতি দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন ব্রাত্য বসু (Bratya Basu)।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের সুত্র ধরেই তাঁদের দলের রোষানলে পড়তে হল কিনা তা নিয়ে কেউ কিছু জানাননি। তৃণমূল শিবির (TMC) সূত্রে জানা গেছে, দল বিরোধী কাজের পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে বেশ কিছু আর্থিক বেনিয়মেরও অভিযোগ উঠেছে। তাই এমন সিদ্ধান্ত।

তবে বহিষ্কার প্রসঙ্গে দুই নেতার গলায় শোনা গেল ভিন্ন সুর। মণিশঙ্করের মন্তব্য, ‘নারী নির্যাতন, সন্দেশখালি ইস্যু নিয়ে যিনি বিজেপির প্রোপাগান্ডা সামনে এনেছিলেন, তিনি হলেন আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কারণেই বিপুল জয়ের পর মমতার আদর্শ মাথায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জয়জয়কার করেছিলাম। ‘গেম চেঞ্জার দাদা’ অ্যাখ্যা দিয়ে কলকাতায় ব্যানার লাগিয়েছিলাম। ব্রাত্য বসু আমাকে ফোন করে থ্রেট করেন, কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলছি। সতর্কবাণী দেন, আমি যেন এই ধরনের কাজ না করি। তিনি এও বলেন, আমার জন্যই নাকি ওঁর পদ চলে যেতে পারে। আমাকে সতর্ক করা হয়েছিল, আমি যদি এরকম করি, তাহলে আমাকে বহিষ্কার করা হবে। তার প্রমাণও আমার কাছে রয়েছে। আমি এই ধরনের ছোটখাটো নেতাদের হুমকিতে ভয় পাই না।’

প্রীতম হালদারের বক্তব্য, ‘আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে কিছু কিছু পোস্ট আমরা সামাজিক মাধ্যমে করি। অভিষেকপন্থী হওয়ার কারণেই কি খড়্গ নেমে এল, জানি না। শিক্ষামন্ত্রী প্রতিহিংসামূলক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইলেন। আমাদের ডাকা হল না, কথা শোনা হল না।’

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

IPL | ৩৫ বলে শতরান, ১৪ বছরের বৈভবের চওড়া ব্যাটে জিতল রাজস্থান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বয়স কেবল ১৪। আর এই...

India-Pakistan | ‘ভারতের সঙ্গে যুদ্ধ আসন্ন’, পাক মন্ত্রীর গলায় সেনাকে শক্তিশালী করার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে ভারতের হামলা (India-Pakistan) নিয়ে...

RG Kar victim | মৃত্যুর পরও সক্রিয় ছিল অভয়ার ফোন! আদালতে বড় দাবি পরিবারের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিকেল কলেজে...

Ukraine-Russia War | ইউক্রেন রাশিয়ার মধ্যে ৩ দিনের যুদ্ধবিরতি! একতরফা ঘোষণা পুতিনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেন রাশিয়ার মধ্যে চলতে থাকা...