Thursday, June 1, 2023
HomeBreaking Newsআসছে ৭৫ টাকার বিশেষ মুদ্রা, নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যে ঘোষণা অর্থমন্ত্রকের

আসছে ৭৫ টাকার বিশেষ মুদ্রা, নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষ্যে ঘোষণা অর্থমন্ত্রকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হবে। সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে ভারতীয় মুদ্রা সংক্রান্ত আরও একটি ঘোষণা করা হয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের কথা মাথায় রেখেই কয়েনটি বিশেষভাবে তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, কয়েনটির একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডান দিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। কয়েনটিতে সিংহের নিচে লেখা থাকবে আন্তর্জাতিক সংখ্যায় রুপির চিহ্ন এবং ৭৫। মুদ্রার অন্য পিঠে থাকবে নতুন সংসদ ভবনের ছবি। সেই ছবির উপরে দেবনাগরীতে ‘সংসদ সঙ্কুল’ এবং নীচে ইংরেজিতে ‘পার্লামেন্ট কমপ্লেক্স’ লেখা থাকবে।

জানা গিয়েছে, মুদ্রাটি ৪৪ মিলিমিটার ব্যাস সহ বৃত্তাকার হবে।এর কিনারা বরাবর ২০০টি সেরেশন থাকবে।৭৫ টাকার এই বিশেষ মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। তৈরি করা হয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে। ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন এই বিশেষ মুদ্রা চালু করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments