পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: একশো দিনের কাজ এবং আবাস যোজনার পর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার (Pradhan Mantri Gram Sadak Yojana) ওপর নজর কেন্দ্রের। কাজে কোনওরকম অনিয়ম এবং ফাঁকি ঠেকাতে রাস্তা নির্মাণের যন্ত্রচালিত গাড়িতে বিশেষ ডিভাইস (Special Device Installation) বসাল কেন্দ্র। অক্টোবরের শেষে জলপাইগুড়ি জেলায় বিশেষ বিশেষজ্ঞ দল এসে এই ডিভাইস বসিয়ে গিয়েছে। আপাতত জেলার ৬টি রাস্তার কাজে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন এজেন্সি (ডব্লিউবিএসআরডিএ)-র কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার জ্যোতির্ময় সিনহা বললেন, ‘বিশেষজ্ঞ দলটি গতমাসে এসে ভেহিকল ট্র্যাকিং সিস্টেমে ডিভাইসটি বসিয়ে গিয়েছেন। আমাদের রাস্তার কাজের গুণগতমান যদিও ঠিকঠাক। কোনও খামতি নেই।’
একশো দিনের কাজের প্রকল্প কবে শুরু হবে, তার কোনও সরকারি খবর নেই। এদিকে, আবাস যোজনায় উপভোক্তাদের তালিকায় স্বচ্ছতা আনতে বাড়ি বাড়ি সুপার চেকিং শুরু হয়েছে। এবার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রাস্তা নির্মাণে অনিয়ম এবং ফাঁকিবাজি রুখতে বিশেষ পদক্ষেপ করল কেন্দ্র। জিপিএসযুক্ত বিশেষ ডিভাইস বসালেন কেন্দ্রীয় গ্রাম ও উন্নয়ন মন্ত্রকের বিশেষজ্ঞরা।
জেলায় ছয়টি প্রকল্পে নজর রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে ময়নাগুড়ির জল্পেশ মোড় থেকে খুকশিয়া পর্যন্ত ৫.৫ কিমির একটি রাস্তা। এছাড়া, মালবাজারের একটি ৫.৬ কিমি, জলপাইগুড়ি সদরে ৩.৫ কিমি, নাগরাকাটায় ৫ কিমি, রাজগঞ্জে দুটি রাস্তার কাজে ব্যবহৃত গাড়িতে এই ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে।
কেন এই ধরনের উদ্যোগ নিল কেন্দ্র? বিভিন্ন সময়ে জেলায় পরিদর্শনে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল সরেজমিনে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তার কাজ দেখে গিয়েছেন। কাজের গুণগতমান যে নিম্নমানের, সেই বিষয়টি চোখে পড়েছে প্রতিনিধিদলের সদস্যদের। সেইসঙ্গে এলাকাবাসীর করা অভিযোগও রয়েছে। সেই অভিযোগ প্রতিনিধিদলের তরফে নোট করে কেন্দ্রকে জানানো হয়েছিল। তারপরই এই ব্যবস্থা গ্রহণ। এবার থেকে দিল্লিতে বসে এই ধরনের রাস্তার কাজে কোনও রকমের ফাঁকিবাজি চলছে কি না, সেদিকে নজর রাখা হবে। অনিয়ম ধরা পড়লে সেই রাস্তা নির্মাণের কোনও টাকা কেন্দ্র দেবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবার পিএমজিএসওয়াই প্রকল্পে রাস্তার কাজে ব্যবহৃত রোলার, আর্থমুভার, জলের ট্যাংক বহনকারী গাড়ি সহ অন্যান্য অত্যাধুনিক যন্ত্রচালিত গাড়িতে বসানো হয়েছে জিপিএস যুক্ত ওই বিশেষ ডিভাইস। এই অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে কেন্দ্র সরাসরি দিল্লি থেকে জেলায় রাস্তার কাজে নজর রাখতে পারবে। সম্প্রতি জল্পেশ মোড় থেকে খুকশিয়া পর্যন্ত রাস্তার কাজটি শেষ হয়েছে। সেই কাজে ডিভাইসের মাধ্যমে অবশ্য কোনও অনিয়ম পাওয়া যায়নি বলে সরকারি সূত্রে খবর।