ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে প্রায়ই শোনা যায় পথ দুর্ঘটনার খবর। ইদানীংকালে এ ধরনের ঘটনা আরও বেড়ে গিয়েছে বলে মুখ্যমন্ত্রী পর্যন্ত নিজে উদ্বিগ্ন হয়েছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পথ নিরাপত্তা জোরদার যেমন করতে হবে, ঠিক তেমনই দুর্ঘটনা যাতে কম হয় তার জন্য পরিকাঠামো উন্নয়ন করতে হবে। তাই এবার নবান্ন সূত্রে জানা গিয়েছে, গাড়িতে যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা দেখার জন্য প্রতিটি জেলায় তৈরি হবে অটোমেটিক ফিটনেস সেন্টার। গাড়িতে কোন যান্ত্রিক ত্রুটি আছে কিনা তা বর্তমানে ম্যানুয়ালি পরীক্ষা করা হয়। আর সে ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি এড়িয়ে যাবার সম্ভাবনা প্রবল। তাই বলা হচ্ছে, অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরি হলে এধরনের সম্ভাবনা একেবারেই থাকবেনা। কার্যত ইতিমধ্যেই মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জেলাশাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরীর জন্য জমি চিহ্নিত করার কথা বলেছেন বলে খবর। প্রতিটি জেলায় একটি করে অটোমেটিক ফিটনেস সেন্টার তৈরি হবে আপাতত। পথ দুর্ঘটনা আটকানোর জন্য রাজ্য সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।