Must-Read News

কোন পথে রোহিত? মুম্বই ছাড়ার জল্পনা হিটম্যানের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাত ফুরোলেই দুবাইয়ে আইপিএলের মিনি নিলাম। ৩৩৩ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ। যাঁদের নিয়ে নিলাম টেবিলের পারদ ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস। নিলামের বাইরে সবার চোখ অবশ্য একজনের দিকেই আটকে-তিনি রোহিত শর্মা। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক। আপাতত যে নেতৃত্বের তকমা রোহিতের থেকে সরিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের ‘ব্লু’ ব্রিগেডের ব্যাটন এখন হার্দিক পান্ডিয়ার হাতে। পালাবদল নিয়ে রোহিত এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু হিটম্যানের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই।

যুক্তি, পালটা যুক্তি তো রয়েইছে রোহিতকে ঘিরে। থাকছে একাধিক পদক্ষেপের সম্ভাবনাও। আগামীকাল ১৯ তারিখ নিলাম। পরের দিনই খুলছে ট্রেডিং উইন্ডো। যা খোলা থাকবে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। ঘনিষ্ট সূত্রের খবর, রোহিত নাকি এই উইন্ডো খোলার অপেক্ষা করছে। মুম্বই ছেড়ে নতুন কোনও দলের জার্সি গায়ে চাপানোর সম্ভাবনাও নাকি থাকছে। সুযোগ্য নেতৃত্বের অভাবে ভুগছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ এরমধ্যে অন্যতম। ঋষভ পন্থ সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংয়ের দিল্লি। কিন্তু দীর্ঘদিন পর ফিরে ঋষভ কতটা ভার নিতে পারবেন, আদৌ নিয়মিত খেলতে পারবেন কিনা, সবকিছুই নিয়েই ধোঁয়াশা। রোহিতের মতো কাউকে পাওয়া মানে হাতে চাঁদ।

রোহিতের আইপিএল সাফারির শুরুটা হয়েছিল হায়দরাবাদ থেকে (ফ্র্যাঞ্চাইজির নাম তখন ছিল ডেকান চার্জার্স)। প্রথম আইপিএল খেতাবের (২০০৯) স্বাদ পেয়েছিলেন ডেকানের হয়েই। তিন বছর খেলে ব্যাট হাতে সফল সেদিনের তরুণ রোহিত। এক শীর্ষস্থানীয় আধিকারিকের দাবি, সানরাইজার্স হায়দরাবাদ মরিয়া হয়ে ঝাঁপাতে পারে হিটম্যানের জন্য।

এরমধ্যে নতুন করে ভাইরাল রোহিতের কয়েক বছর আগের পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে হিটম্যান বলেছিলেন, মুম্বইয়ের বাইরে যদি এই মুহূর্তে কোথাও খেলতে চান, তা হল কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে প্রিয় ইডেন গার্ডেন্স। নেতৃত্ব থেকে সরালেও ব্যাটার রোহিতকে ছাড়তে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স। যে কথা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে তারা। এখন প্রশ্ন রোহিত কি চাইছেন? হার্দিকের নেতৃত্বে খেলার বদলে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজিকে কি খুঁজে নেবেন স্বসম্মানে আইপিএলকে বিদায়ের মঞ্চ হিসেবে? উত্তরগুলি সময়ের হাতে।

এদিকে, চলতি ঘটনাপ্রবাহের মধ্যে ভারতীয় দলের অধিনায়ক পদে রোহিত সুরক্ষিত বলে ফের ইঙ্গিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। অন্দরমহলের খবর, টেস্ট নেতৃত্বে রোহিতের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে না। এমনকী টি২০ বিশ্বকাপেও হিটম্যানকে নেতা হিসেবে চাইছে বোর্ড। একপ্রস্ত কথাবার্তাও হয়েছে। বল রোহিতের কোর্টে।

Solanki Paul

Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

10 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

11 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

12 hours ago

Mamata Banerjee | সিপিএমের সঙ্গে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন শুভেন্দু-শিশির! নাম না করেই বিস্ফোরক ইঙ্গিত মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নন্দীগ্রাম গণহত্যা নিয়ে ফের বিস্ফোরক মমতা। এবার নাম না করে…

12 hours ago

Malda news | নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

মালদা: নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। এছাড়া…

12 hours ago

Abhijit Ganguli | মমতাকে নিয়ে ফের ‘কুকথা’ অভিজিতের! তৃণমূলের অভিযোগে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিচারপতির চেয়ার ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)।…

13 hours ago

This website uses cookies.