সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Killbill Society | লুক বদলে ন্যাড়া হলেন পরমব্রত! সৃজিতের ‘কিলবিল সোসাইটি’র প্রথম ঝলক প্রকাশ্যে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘হেমলক সোসাইটি’র ১৩ বছর পর এবার ‘কিলবিল সোসাইটি’ (Killbill Society) নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সেই সঙ্গে ফের দর্শকদের সামনে ফিরছে আনন্দ কর। এই ছবিতে কারা অভিনয় করতে চলেছেন তা আগেই জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।

‘কিলবিল সোসাইটি’র জন্য নিজের লুক একেবারে বদলে ফেলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আনন্দ চরিত্রের জন্য মাথা ন্যাড়া করেছেন তিনি। তবে ‘হেমলক সোসাইটি’তে যে আনন্দ আত্মহত্যা থেকে তাঁর সংস্থার সদস্যদের জীবনমুখী করে তুলত, সেই অবস্থান এবার বদলেছে। এমনকি আগের মতো আর মজার মানুষ নেই আনন্দ। বরং এবার আনন্দ আরও শীতল, ক্ষুরধার। এমনকি তিনি ‘হেমলক সোসাইটি’ আর পরিচালনা করেন না। এখন তিনি রয়েছেন ‘কিলবিল সোসাইটি’র দায়িত্বে। ছবিতে পরমব্রতর এই লুক স্বাভাবিকভাবেই সকলকে চমকে দিয়েছে।

ছবিতে পরমব্রত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। ‘কিলবিল সোসাইটি’তে পূর্ণা আইচের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সমাজের কোনও নিয়ম নিয়ে মাথাব্যথা নেই পূর্ণার। তিনি নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাতেই বিশ্বাসী। কিন্তু জীবনের এক পর্যায়ে এসে পালটে যায় পূর্ণার জীবন। ভয় গ্রাস করে তাঁকে। কিন্তু কী কারণে এই পরিস্থিতির সম্মুখীন হল পূর্ণা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে ছবিতেই। পরমব্রত, কৌশানী ছাড়াও বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অনেকে অভিনয় করেছেন ছবিটিতে। আগামী ১৫ মার্চ ‘কিলবিল সোসাইটি’ ছবির টিজার মুক্তি পাওয়ার কথা। পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Raiganj | উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য গেলেন তৃণমূল কংগ্রেসে, তবুও বোর্ড বিজেপির দখলে!

রায়গঞ্জ: উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য রবিবার...

Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের কিষান সেলের রাজ্য কমিটির নেত্রী সালমি খাতুনকে...

Mothabari | বন্ধুকে স্টেশনে আনতে যাওয়াই কাল! ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৩ যুবকের

মোথাবাড়ি: ইদ উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে কাজ করে বাড়ি ফিরছিলেন...

Sikkim | কানের ‘টিকিট’ পাহাড়ি কন্যার, পিতৃতন্ত্রের শিকল ভাঙার গল্পেই বাজিমাত সিনেমায়

শিলিগুড়ি: পূর্ব সিকিমের নান্দক। পাহাড়ের ছোট্ট একটা গ্রাম। দেশের...