উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রাত্য বসুর নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ এবার আসতে চলেছে বড় পর্দায় (Winkle Twinkle Film)। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। বহু জল্পনার পর অবশেষে সোমবার প্রকাশ্যে এসেছে এই ছবির প্রথম পোস্টার (First look)।
ছবির পোস্টারে দেখা মিলেছে লেনিনের ভাঙা মূর্তির। যার সামনে বসে রয়েছেন দুই ব্যক্তি। যদিও তাঁদের মুখ প্রকাশ্যে আনা হয়নি। আর পোস্টারের নীচের দিকে লেখা রয়েছে ‘উইঙ্কল টুইঙ্কল’। আর পাশে রয়েছে কাস্তে-হাতুড়ি। ২০২৩ সালের শুরু থেকেই এই নাটকের রাইটস পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সৃজিত। ব্রাত্য বসুর লেখা নাটক নিয়ে ছবি তৈরির পরিকল্পনা ছিল তাঁর। অবশেষে সেই পরিকল্পনা এবার বাস্তবায়িত করতে চলেছেন সৃজিত। খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই ছবির শুটিং।
পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা ঘরানার এই নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’ বড় পর্দাতেও আসবে একই নামেই। কোনওরকম পরিবর্তনের পথে হাঁটেননি। টলিপাড়া সূত্রে খবর, বড় পর্দায় ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। তাও আবার বাবা ও ছেলের ভূমিকায়। মঞ্চে ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকটিতে মুখ্য চরিত্র সব্যসাচীর ভূমিকায় দেখা গিয়েছিল দেবশংকর হালদারকে। সেই ভূমিকায় সিনেমাতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এবং সব্যসাচীর ছেলে ‘ইন্দ্র’র ভূমিকায় দেখা যেতে পারে পরমব্রতকে। মঞ্চে এই ভূমিকায় দেখা গিয়েছিল রজতাভ দত্তকে। অন্যদিকে ইন্দ্র অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে। সব ঠিকঠাক থাকলে আগামী বছর জানুয়ারিতে শুরু হবে এই ছবির শুটিং।