উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসি’র ২০১৬ (SSC 2016) সালের পুরো প্যানেল গত বৃহস্পতিবার বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এর জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তারপর এক সপ্তাহ অতিক্রান্ত। এখনও শিক্ষা দপ্তরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আর তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এনিয়ে কিঞ্চিৎ আশার আলো দেখছেন চাকরিহারারা। সরকারি পোর্টালে তাঁদের নাম থাকায় এখনই তাঁদের বেতন বন্ধ হবে না বলে মনে করা হচ্ছে।
এবিষয়ে বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। এও বলেন, ‘এখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও শিক্ষক, শিক্ষাকর্মীকে বাদ দেওয়া হয়নি। কোথাও বেতন বন্ধের কথা বলাও হয়নি।’ স্কুলগুলি জানাচ্ছে, আগের মাসে যা নাম ছিল, বেতন পোর্টালে সেই তালিকা অপরিবর্তিত রয়েছে। ফলে বেতন পাওয়া নিয়ে ছড়িয়েছে জল্পনা।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের উদ্দেশে বলেছিলেন, ‘আমি বেঁচে থাকতে কাউকে চাকরিহারা হতে দেব না। শীর্ষ আদালতে সমস্যার সুরাহা না হলে রাজ্য বিকল্প ব্যবস্থা করবে।’ এদিকে এসবের মাঝেই এদিন এসএসসি দপ্তরের সামনে অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ। দ্রুত রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিটের মিরর ইমেজ ও ‘যোগ্য’দের তালিকা প্রকাশের দাবিতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। পাশাপাশি কসবার (Kasba) ঘটনার প্রতিবাদে এদিন রাজপথে মিছিলের ডাক দেওয়া হয়েছে। এছাড়া, শুক্রবার এসএসসি অভিযানেরও ডাক দিয়েছেন চাকরিহারারা।