উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৬ হাজার চাকরি বাতিল মামলার (SSC Recruitment Case Hearing) শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি করা হবে। তাঁর পর্যবেক্ষণ, ‘আমরা দু’টো বিষয় বিবেচনা করব।’ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে, না কি, বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে, এই দু’টি বিষয় আদালত বিবেচনা করা হবে।
প্রসঙ্গত, গত এপ্রিলে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি হারান। ওই রায়কে চ্যালেঞ্জ করে ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য জানাতে হবে। স্থির হয় পরের শুনানি হবে ১২ ডিসেম্বর।
উচ্চ আদালতের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যাঁরা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে ১২ শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল। সেই বিষয়গুলিও শীর্ষ আদালতের নজরে আনা হয়।