উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi gang) নিশানায় স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি (Stand-up comedian Munawar Faruqui)। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন মোতাবেক, বিষ্ণোই গ্যাং নাকি মুনাওয়ারকে হুমকি দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই পুলিশের তরফে বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। তবে কেন তাঁকে হুমকি দেওয়া হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁদের কাছে একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকির প্রাণ সংশয় হতে পারে, তখনই তাঁর নিরাপত্তা (security) বাড়ানো হয়।
সম্প্রতি মুম্বইয়ে খুন হয়েছেন প্রবীণ এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তাঁর খুনের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ প্রকাশ্যে এসেছে। এছাড়া গ্যাংয়ের নিশানায় রয়েছেন বলিউড অভিনেতা সলমন খানও। চলতি বছরের এপ্রিল মাসে তাঁর বাড়ির সামনে গুলি চালানো হয়। দেওয়া হয় হুমকি। এরই মাঝে এবার হুমকি পেলেন মুনাওয়ার।
লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্যরা ২০২২ সালে পঞ্জাবের মানসা জেলায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে খুন করেছিল। ২০১৪ সাল থেকে বিষ্ণোই গুজরাটের সবরমতি জেলে বন্দি। কীভাবে তিনি ‘অপারেশন’ সারছেন, তা নিয়ে চিন্তার ভাঁজ পুলিশ কর্তাদের কপালে। কারাগারে থেকেই অপরাধ সংগঠিত এবং কার্যকর করার একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে বিষ্ণোইয়ের।
রিপোর্ট বলছে, তাঁর নিয়ন্ত্রণে রয়েছে ৭০০ শ্যুটার। এদের অনেকেই গরিব পরিবারের, কম বয়সি। তারা জানতেও পারে না যে কার জন্য কাজ করছে। তাদের শুধু ‘টার্গেট’ বলে দেওয়া হয়। গ্যাংয়ের শার্পশ্যুটারদের জন্য রয়েছে বিশাল অস্ত্রাগার। তাদের কাছে নির্দিষ্ট সময়ে বন্দুক এবং ‘সুপারি’ (টাকা) পৌঁছে যায়।