কলকাতা: রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। ১৯ জন রেজিস্ট্রারকে শোকজের সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, শুক্রবার যাঁরা বিকাশ ভবনের ডাকা বৈঠকে গরহাজির ছিলেন, তাঁদের শোকজ করা হবে।
প্রসঙ্গত, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৈঠক ডাকলেও রেজিস্ট্রাররা যাবেন কিনা তা নিয়ে চাপানউতোর চলছিল। শোনা যায়, উপচার্যদের কাছে গিয়েছে রাজভবনের চিঠি। সেখানে রেজিস্ট্রাররা যাতে বিকাশ ভবনে না যান সে বিষয়টি দেখতে বলা হয়। যা নিয়ে বিতর্ক চলছিল।
এদিকে একদিকে বিকাশ ভবনের ডাক, অপরদিকে রাজ্যপাল তথা আচার্যের নিষেধাজ্ঞার জেরে চাপে ছিলেন রেজিস্ট্রাররা। কারা বৈঠকে থাকবেন, আর কারা আসবেন না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। এর মধ্যে এদিন বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠক হয়। কিন্তু, তাতে অনুপস্থিত থাকেন অনেক রেজিস্ট্রার। রেজিস্ট্রারদের দেওয়া আচার্যের নির্দেশ নিয়েও সাংবাদিক বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। কীভাবে আচার্য হয়ে শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে রেজিস্ট্রারদের যেতে নিষেধ করতে পারেন, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্রাত্য।