Sunday, January 19, 2025
Homeরাজ্যদক্ষিণবঙ্গKhagragarh Blast | খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের ‘মাস্টার মাইন্ড’-কে হেপাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ,...

Khagragarh Blast | খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের ‘মাস্টার মাইন্ড’-কে হেপাজতে নিল রাজ্য পুলিশের এসটিএফ, চলছে নতুন তথ্যের সন্ধান  

বহরমপুরঃ খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের অন্যতম ‘মাস্টার মাইন্ড’ তারিকুল ইসলাম ওরফে সুমনকে নিজেদের হেপাজতে পেল রাজ্য পুলিশের এসটিএফ। সোমবার বহরমপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশেই পুরো প্রক্রিয়াটি ঘটে। শনিবারে এসটিএফ-এর তরফে তারিকুলকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য বহরমপুর আদালতে আবেদন করা হয়েছিল। সিজেএম আদালতে সেই আবেদনের ভিত্তিতে শুনানির পর বিচারক তারিকুলকে সাত দিনের এসটিএফ হেপাজতের নির্দেশ দেন। আগামী ১৩ জানুয়ারি ফের তরিকুলকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, তারিকুলকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য এদিন সকালবেলায় বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের পৌঁছে যায় অসম পুলিশের এসটিএফ। অসম পুলিশের সাব-ইন্সপেক্টর পদমর্যাদার এক আধিকারিককে নিজের সার্ভিস রিভলভার জেলের বাইরে রেখে ভেতরে ঢুকতেও দেখা যায়। তবে অসম পুলিশের আধিকারিকেরা বহরমপুর সংশোধনাগারে পৌঁছনোর আগেই রাজ্য পুলিশের এসটিএফ তাকে সেখান থেকে বের করে বহরমপুর আদালতের জন্য নিয়ে চলে এসেছিল। সূত্রের খবর, অসম এসটিএফ আদালতের নির্দেশ নিয়ে তারিকুলকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য মুর্শিদাবাদে এসেছিল। কিন্তু রাজ্য পুলিশের এসটিএফ পৃথকভাবে তারিকুলকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য যে আবেদন করতে চলেছে তা অসম  পুলিশের জানা ছিল না। তবে বহরমপুর আদালতে আজ অসম এসটিএফ-এর পক্ষ থেকে তারিকুলকে নিজেদের হেপাজতে নেওয়ার জন্য পৃথকভাবে কোনও আবেদন করা হয়নি। অসম পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বর্তমানে তাদের হেপাজতে যে সমস্ত এবিটি-র জঙ্গিরা রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই সূত্রে তারিকুলকে এবিটি-র জঙ্গিদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন ছিল। সেই সুযোগ না মেলায় জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন প্রঘাত’ কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে। বহরমপুর আদালতের সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, ‘এসটিএফ হেপাজতে থাকা দুজন ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গিয়েছে। যার ভিত্তিতে এসটিএফ-এর তরফ থেকে আজ আদালতে তারিকুলকে নিজেদের হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। আগামী ১৩ জানুয়ারি তারিকুলকে ফের আদালতে পেশ করা হবে।‘

তিনি আরও জানান যে, তারিকুলের বিরুদ্ধে বিএনএসের ১১৩ (২), (৩), (৪)-সহ আরও একাধিক ধারায় বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এসটিএফ-এর তরফ থেকে। তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় নতুন তথ্য পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

AAP | নিষেধ সত্ত্বেও কেজরিওয়ালকে নিয়ে তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ করল আপ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের উপর তৈরি তথ্যচিত্রের ট্রেলার প্রকাশিত, নিষেধাজ্ঞা সত্ত্বেও ভিডিও প্রকাশ করল আপ। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল তাদের...

Siliguri | মেলেনি সরকারি ঘর, বন্ধ বৃদ্ধ ভাতা! ভাঙা ঘরে শীতের কুয়াশা ঘুম ভাঙায়...

0
ফাঁসিদেওয়াঃ কে বা কারা ঘরের ছনের বেড়ায় লাগিয়ে দিয়ে গিয়েছেন দিদির সুরক্ষা কবচের স্টিকার। কিন্তু, নানাবিধ সরকারি সুবিধা তো দূরস্থ, আবেদন করেও মেলেনি পাকা...

New Delhi । দিল্লি বিধানসভা নির্বাচনে বাঙালি মন জয়ে আসরে বাংলার বিজেপি সাংসদরা

0
নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : দিল্লির বাঙালিদের ভোট পেতে এবার আসরে বাংলার সাংসদরা। দিল্লির ১৭ লক্ষ বাঙালি ভোটারের মন জিততে এবার বাংলার সাংসদদের ভোট ময়দানে...

Mandir khola | হোমস্টে থেকে ফেরার পথে পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে গেল গাড়ি! প্রাণে...

0
শিলিগুড়িঃ পানবু ভিউ হোমস্টে থেকে ফেরার পথে মন্দির খোলার কাছে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি। জানা গিয়েছে, গাড়িটিতে ড্রাইভার সহ ৫ জন...

S. Jaishankar | জয়শংকরের নিশানায় ‘ক্যানসার’ পাকিস্তান!

0
নয়াদিল্লি: পাকিস্তানকে এবার মারণরোগ ক্যানসারের সঙ্গে তুলনা করলেন এস জয়শংকর। বিদেশমন্ত্রীর মতে, ভারতের প্রতিবেশী দেশে সন্ত্রাসবাদ ক্যানসারের মতো বাসা বেঁধেছে। এখন সেই রোগ সেদেশের...

Most Popular