দুর্গাপুরঃ ৫১ লক্ষ টাকার সামগ্রী সহ চুরি যাওয়া ট্রাক উদ্ধার করল দূর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ঘটনায় ট্রাকের চালক সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যাক্তিরা হল ট্রাক চালক মহঃ ফায়াজ (৩৪), সোমনাথ ঝাঁ ওরফে ছটু (৩৩), এবং শেখ ইয়াসিন আলি (৩২)। ট্রাক মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছিল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাপ্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, দুর্গাপুরের এক বেসরকারি কারখানা থেকে ৫৪ লক্ষ টাকার সামগ্রী ওডিশায় যাওয়ার কথা ছিল। ৯ অক্টোবর সামগ্রী বোঝাই সেই ট্রাক বেরোলেও, গন্তব্যে পৌঁছায় নি। ১৪ অক্টোবর পর্যন্ত সেই ট্রাক নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছানোও ট্রাক মালিক খোঁজ-খবর শুরু করেন। কিন্তু ট্রাকের কোনও খোঁজ পাওয়া যায়নি। ১৮ অক্টোবর গোটা ঘটনার কথা জানিয়ে কোকওভেন থানায় অভিযোগ দায়ের করেন ওই ট্রাক মালিক। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে ওডিশা থেকে উদ্ধার করা হয় ট্রাকটি। ট্রাক থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের থেকে।