Sunday, February 16, 2025
HomeTop NewsArvind Kejriwal | দিল্লিতে ভোটের প্রচারে পাথর পড়ল কেজরিওয়ালের গাড়িতে! বিজেপি প্রার্থীর...

Arvind Kejriwal | দিল্লিতে ভোটের প্রচারে পাথর পড়ল কেজরিওয়ালের গাড়িতে! বিজেপি প্রার্থীর দিকে অভিযোগের তির আপ-এর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পাথর ছোড়া হল অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) গাড়ি লক্ষ করে! আগামী ৫ ফেব্রুয়ারি বিধানসভা ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সেই নির্বাচনি প্রচারেই বেরিয়েছিলেন আপ প্রধান। সেইসময় আচমকাই তাঁর গাড়ি লক্ষ করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। তবে এই ঘটনায় কেজরিওয়ালের গায়ে কোনওরকম আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, এবার দিল্লির নির্বাচনে কোনও জোটের শরিক না হয়ে আম আদমি পার্টির(AAP)একা লড়ার কথা ঘোষণা ইতিমধ্যেই করেছেন কেজরিওয়াল। দিল্লিতে বিধানসভা ভোট রয়েছে আগামী ৫ ফেব্রুয়ারি, ভোটগননা হবে ৮ ফেব্রুয়ারি। তাঁর আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ করে পাথর ছোড়ার এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে আম আদমি পার্টি। তাঁদের দাবি হেরে যাওয়ার ভয়ে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার  আশ্রিত দুষ্কৃতিরাই এই হামলা চালিয়েছে। তবে এই আক্রমণে কেজরির মনোবল নড়ানো সম্ভব নয় বলেই জানিয়েছে আপ(AAP)। বিজেপিকে তাঁদের হুঁশিয়ারি, ‘‘কেজরিওয়াল আপনাদের এই কাপুরুষোচিত আক্রমণে ভয় পাননি। দিল্লির জনগণই আপনাদের উপযুক্ত জবাব দিয়ে দেবে।’’

 যদিও আপের এই অভিযোগ উড়িয়ে দিয়ে পরবেশের দাবি, আপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, উলটে কেজরির গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের উপর দিয়ে চলে যাওয়ায় নাকি পা ভেঙে গিয়েছে এক বিজেপি কর্মীর।

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular