নাগরাকাটা: আধ ঘন্টার ঝড়ে (Storm) লন্ডভন্ড চালসার আইভিল চা বাগান (Aibheel tea garden)। ক্ষতিগ্রস্ত ৫০টি শ্রমিক আবাস। বাগানের শ্রমিক নন এমন বাসিন্দাদের ধরলে ক্ষতির সংখ্যা আরও বেশি বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে ঝড় ও বৃষ্টির তাণ্ডব এতটাই ছিল যে বেশকিছু বাড়ির ছাদ উড়ে যায়। ভেঙে গিয়েছে দেওয়াল। তবে কেউ হতাহত হননি।
গাছ পড়ে বাগানের একাধিক জায়গায় রাস্তা বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার দিনভরের প্রচেষ্টার পর বাগান কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইভিলের শ্রমিক কল্যাণ আধিকারিক অনির্বাণ দাস বলেন, ‘বাগানের ৪টি ডিভিশনই এই দুর্যোগের শিকার। যাঁদের ঘর ভেঙে গিয়েছে তা মেরামত করে দেওয়ার কাজ শুরু হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে সমীক্ষা চলছে।’
জানা গিয়েছে, ঝড়-বৃষ্টিতে ডাঙ্গি ডিভিশনের বাশবাড়ি লাইন, পুনিয়া লাইন, কূর্তি লাইন, সাতখাইয়া ডিভিশনের নেওড়া লাইন, দোকান লাইন, বার্মাশেল লাইন, মূল ডিভিশনের জরিপ লাইন, কোটলে লাইন, ফ্যাক্টরি লাইন, নয়া কমান্ড ডিভিশনেরও একাধিক লাইনের শ্রমিক আবাসগুলি ক্ষতিগ্রস্ত হয়। প্রসঙ্গত, গত ১০ জুন রাতেও বৃষ্টিতে বাগানটির ৫টি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছিল।