সোনাপুর: ঝড়ে ক্ষতিগ্রস্ত আলিপুরদুয়ার-১ (Storm in Alipurduar)-এর মনেয়ারপুল এলাকা। রবিবার রাতে ঝড়বৃষ্টি হয়। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এলাকায় বেশ কিছু গাছ ভেঙে পড়ে। ঘরের চালও উড়ে গিয়েছে অনেকের। হতাহতের কোনও খবর নেই।
রবিবার রাত ২টা নাগাদ ঝড় (Storm) হয় বলে জানান স্থানীয়রা। আলিপুরদুয়ার-ফালাকাটা জাতীয় সড়কেও প্রচুর গাছ ভেঙে পড়ে। পরে স্থানীয়রাই সেগুলি সরিয়ে নিয়ে যান। রাত থেকে বিদ্যুতের সমস্যা রয়েছে এলাকায়। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।