শিলিগুড়ি: কুকুরকে খুন করার (Street Dog Killed) অভিযোগে গ্রেপ্তার ২ যুবক। শনিবার রাতে ভক্তিনগর (Bhaktinagar) এলাকায় একটি শিশুর ওপর হঠাৎই একটি পথ কুকুর আক্রমণ করে। কুকুরের হামলায় জখম হয় শিশুটি। তড়িঘড়ি শিশুটিকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ডাক্তারেরা তাকে ছেড়ে দেয়।
কিন্তু ঘটনাটি দেখার পরই প্রত্যক্ষদর্শী দুই যুবক রাগের মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুকুরটিকে খুন (Murder) করে। রাতে এনিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই ভক্তিনগর থানার পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃতদের নাম সুভাষ দাস ও সুভাষ মণ্ডল দু’জনেই শিলিগুড়ি ভানু নগরের বাসিন্দা। ধৃতদের রবিবার জলপাইগুড়ি (Jalpaiguri) আদালতে পেশ করা হয়।