Tuesday, January 21, 2025
Homeউত্তরবঙ্গMathabhanga | প্রয়াত স্বামীর সম্পত্তির দাবিতে রাস্তায় ধর্না

Mathabhanga | প্রয়াত স্বামীর সম্পত্তির দাবিতে রাস্তায় ধর্না

মাথাভাঙ্গা: স্বামীর পৈতৃক ভিটের সামনের রাস্তায় ধর্নায় বসলেন অসুস্থ এক মহিলা। তাঁর অভিযোগ, মৃত স্বামীর পৈতৃক সম্পত্তির অধিকার থেকে তাঁকে বঞ্চিত করা হচ্ছে। সোমবার এই ঘটনায় মাথাভাঙ্গা শহরের ৪ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় বসে পথচলতি সকলকে নিজের সমস্যার কথা জানান সুপর্ণা পান্ডে নামে ওই মহিলা।

বছর দুয়েক আগে মাথাভাঙ্গা মদনমোহন ঠাকুরবাড়ির সেবাইত পরিবারের সদস্য কৃষ্ণকান্ত পান্ডের (বুড়া) মৃত্যু হয়। তারপর থেকেই সমস্যা শুরু হয়েছে। সুপর্ণার দুটি কিডনি বিকল। নিয়মিত ডায়ালিসিস চলছে। চোখেও ঠিকমতো দেখতে পান না। সুপর্ণার অভিযোগ, অর্থাভাবে সঠিক চিকিৎসা হচ্ছে না তাঁর। স্বামীর পৈতৃক জমিজমা রয়েছে। স্বামীর অংশীদারিত্বের জমি পেলে তা বিক্রি করে চিকিৎসার খরচ জোগাড় করতে পারবেন। ওই মহিলার আরও অভিযোগ, স্বামী বেঁচে থাকতেও তাঁর ভাশুর কালু নানা টালবাহানা করে জমি ভাগাভাগি করেননি। ফলে একরকম নিরুপায় হয়েই তাঁকে রাস্তায় ধর্নায় বসতে হচ্ছে।‌ স্বামীর অংশীদারিত্ব থেকে বঞ্চিত করা হলে অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা সম্ভব নয় বলে তাঁর দাবি।

অন্যদিকে কালু বলেন, ‘ভাইয়ের স্ত্রী আমাকে কেন দোষী সাব্যস্ত করছেন তা বুঝে উঠতে পারছি না। আমাদের পৈতৃক সম্পত্তির অংশীদার আমরা ১০ ভাইবোন। আমি সকলের বড়ও নই। তাই জমির ভাগবাঁটোয়ারার দায়িত্ব আমার নয়। আমিও চাই পৈতৃক জমির বাঁটোয়ারা হোক। ছয়–সাত মাস আগে এ বিষয়ে উদ্যোগও নিয়েছিলাম। কিন্তু সকলে একমত না হওয়ায় সমস্যা মেটেনি।’

৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মাধবী চৌধুরীর বক্তব্য, ‘স্বামীর পৈতৃক সম্পত্তির দাবিতে যে মহিলা এদিন ধর্নায় বসেছিলেন তিনি গুরুতর অসুস্থ। তাঁর কাছে সংসার চালানোর পাশাপাশি চিকিৎসা করানোর টাকা নেই। তবে খোঁজ নিয়ে জেনেছি, ওই সম্পত্তির ওয়ারিশদের অনেকেই বাইরে থাকায় জমির ভাগবাঁটোয়ারা সম্পূর্ণ হচ্ছে না।’ তবে সমস্যার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে কাউন্সিলার আশ্বাস দিয়েছেন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Atul Subhash Case | মায়ের কাছেই থাকবে অতুল সুভাষের শিশুপুত্র, জানাল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় (Atul Subhash Case) ‘কাঠগড়ায়’ তাঁর প্রাক্তন স্ত্রী। এই অবস্থায় কার কাছে থাকবে তাঁদের...

Saif Ali Khan | অটোয় সইফকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন! কত টাকা পুরস্কার পেলেন সেই চালক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বুধবার রাতে বান্দ্রায় নিজের বাড়িতেই ছুরিকাহত হন বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। তবে ঘটনার পর রক্তাক্ত...

Asansol | জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

0
সালানপুর ও আসানসোল: জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি। মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। জখম আরও একজন। মঙ্গলবার ঘটনাটি ঘটে আসানসোলের (Asansol) সালানপুর...

Hindenburg Research | জালিয়াতির জালে হিন্ডেনবার্গের কর্ণধার! কেন এমন সম্ভাবনা?

0
অটোয়া: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারদরে কারচুপির অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিল আমেরিকার শর্ট সেলিং সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। যারা সাধারণত কোনও সংস্থা সম্পর্কে খারাপ রিপোর্ট...

Changrabandha | চ্যাংরাবান্ধা বাইপাসে খাদ্যসামগ্রীর গোডাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই বহু পণ্য

0
চ্যাংরাবান্ধা: চ্যাংরাবান্ধা (Changrabandha) বাইপাস এলাকায় বাংলাদেশের (Bangladesh) খাদ্যসামগ্রী মজুত রাখার একটি গোডাউনে মঙ্গলবার সকালে বড় অগ্নিকাণ্ড ঘটল। পুড়ে ছাই হয়ে যায় জুস-বিস্কুট সহ নানা...

Most Popular