উত্তরবঙ্গ

Lok Sabha Election 2024 | জঙ্গল লাগোয়া কেন্দ্রে কড়া নিরাপত্তা, বিশেষ ব্যবস্থা বন দপ্তরের

রাহুল মজুমদার, শিলিগুড়ি: নির্বাচনের(Election) সময় জঙ্গল লাগোয়া বুথগুলোতে ভোটার এবং ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা করছে বন দপ্তর(Forest Department)। কিউআরটি ভ্যান থেকে শুরু করে টহলদারি ভ্যান সবসময়ের জন্যে থাকছে। এছাড়া বনকর্মী ও আধিকারিকদের ফোন নম্বর ভোটকর্মীদের কাছে দেওয়া থাকবে। তাঁদের পটকাও দেওয়া থাকবে। কোনও বন্যপ্রাণীর হানা হলে পটকা ফাটিয়ে বন দপ্তরকে পরিস্থিতির কথা জানান দিতে পারবেন ভোটকর্মীরা। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

কোথায় কতগুলো বুথ রয়েছে, চিহ্নিত করা হয়েছে সেসব। সেই অনুযায়ী কিউআরটি এবং বনকর্মী মোতায়েন করা হবে। শিলিগুড়ি শহরের আশপাশে বৈকণ্ঠপুর ও মহানন্দার জঙ্গল। কিছু এলাকায় আবার কার্সিয়াংয়ের জঙ্গলও পড়ে। জঙ্গল সংলগ্ন এলাকায় সবমিলিয়ে বুথের সংখ্যা পঁচিশের কাছাকাছি বলে জানা গেল। এ নিয়ে কথা বলতে সিসিএফ (বন্যপ্রাণ) উত্তরবঙ্গ ভাস্কর জেভির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করা হয়েছিল, তিনি সাড়া না দেওয়ায় বক্তব্য মেলেনি।

শিলিগুড়ি(Siliguri) শহর লাগোয়া ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় লালটংবস্তি, ছোট ফাঁপড়ি, নেপালিবস্তি সহ একাধিক জায়গায় রয়েছে ভোটগ্রহণ কেন্দ্র। এই কেন্দ্রগুলোর অধিকাংশই জঙ্গল লাগোয়া এলাকায়। বৈকণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জ এলাকায় অন্তত চারটি, সারুগাড়া রেঞ্জে অন্তত পাঁচটি এধরনের বুথ রয়েছে। তাছাড়া সুকনা, বাগডোগরা, ফাঁসিদেওয়াতেও থাকছে জঙ্গল লাগোয়া বুথ। এই এলাকাগুলোতে কোথাও পাঁচটি, কোথাও আটটি জঙ্গল লাগোয়া ভোটগ্রহণ কেন্দ্র। সেখানে আগের দিন থেকে ভোটকর্মী ও নিরাপত্তারক্ষীরা পৌঁছে যাবেন। ভোটকর্মীরা পৌঁছালে সেখানে যাবে কাছাকাছি রেঞ্জের বন দপ্তরের দল।

তাঁরা ভোটকর্মীদের সঙ্গে কথা বলে নিজেদের ফোন নম্বর এবং পটকা দিয়ে আসবেন। এরপর রাতভর ভোটগ্রহণ কেন্দ্রের আশপাশে দপ্তরের টহলদারি ভ্যান থাকবে। পাশাপাশি একটি কিউআরটি দল সবসময়ের জন্য প্রস্তুত রাখা হচ্ছে। বন্যপ্রাণী, বিশেষ করে হাতি আসার খবর পেলেই দ্রুত কিউআরটি দল সেখানে পৌঁছাবে। দিনেরবেলাতেও বন দপ্তরের টহলদারি ভ্যান ভোটগ্রহণ কেন্দ্রগুলোর আশপাশে থাকবে।

শিলিগুড়ি সংলগ্ন লালটংবস্তি, ফাঁপড়ি এলাকায় বেশি বন্যপ্রাণীর হানা হয়। হাতির করিডরে এই এলাকাগুলো। তাই ওই সমস্ত এলাকায় বিশেষ নজর রাখা হবে বলে বন দপ্তর সূত্রে খবর। ডাবগ্রামের রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার জানিয়েছেন, নির্দেশিকা মেনে ভোটকর্মী এবং ভোটদাতাদের নিরাপত্তার সমস্ত ব্যবস্থা করা হবে।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

HS Result 2024 | স্ক্রুটিনি করে বাড়ল ১ নম্বর, উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় প্রথম দশে জায়গা পেল কৌশিকী

গাজোল: মাত্র এক নম্বরের জন্য মেধাতালিকায় প্রথম দশে স্থান হয়নি গাজোল শিউচাঁদ পরমেশ্বরী বিদ্যামন্দিরের ছাত্রী…

4 seconds ago

Narendra Modi | ‘কোই মাই কা লাল…’ নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ফুঁসে উঠলেন মোদি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী (CAA) আইন নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র  (India alliance) দিকে…

10 mins ago

Migrant Worker |  ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ ২০৭ পরিযায়ী শ্রমিক

নীহাররঞ্জন ঘোষ, মাদারিহাট: পেটের দায়ে ভিনরাজ্যে কাজের জন্য কেউ (Migrant Worker) গিয়েছিলেন ২০০৩ সালে, কেউ…

19 mins ago

Piyali das | হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি সন্দেশখালির প্রতিবাদী পিয়ালির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন সন্দেশখালির প্রতিবাদী নারী পিয়ালি দাস…

23 mins ago

Phulbari | নকল আধারকার্ড-ড্রাইভিং লাইসেন্স তৈরির অভিযোগ, ফুলবাড়ি থেকে গ্রেপ্তার ১

শিলিগুড়ি: অনলাইন পরিষেবা দেওয়ার আড়ালে চলছিল জালিয়াতির কারবার। বানানো হত নকল আধারকার্ড-ড্রাইভিং লাইসেন্স। এমনই অভিযোগ…

34 mins ago

Jiban krishna saha | নীল পাঞ্জাবি, সাদা পাজামায় বিধানসভায় প্রবেশ জীবনকৃষ্ণের, কী কারণে পা পড়ল সেখানে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  দীর্ঘ এক বছরের বন্দিদশা কাটিয়ে বুধবার বিকেলে ছাড়া পেয়েছেন জেল থেকে।…

49 mins ago

This website uses cookies.