শিলিগুড়ি: পাহাড়ের চা বাগানগুলোতে বোনাস সমস্যা না মেটায় আগামীকাল ১২ ঘন্টা পাহাড় বনধের ডাক দিল চা শ্রমিক সংগঠনগুলো। এই ধর্মঘটকে সমর্থন করেছে অনীত থাপার ভারতীয় জনতা প্রজাতান্ত্রিক মোর্চা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বনধ চলবে বলে জানা গেছে। রবিবার বোনাস নিয়ে চতুর্থ ত্রিপাক্ষিক বৈঠক ছিল। বৈঠকে মালিকপক্ষ স্পষ্ট করে দিয়েছে, তারা ১৩ শতাংশের থেকে বেশি বোনাস দিতে নারাজ। ফলে পাঁচ ঘণ্টা বৈঠকের পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি। এই পরিস্থিতিতে চা বাগানগুলির বেশ কিছু শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ পার্বত্য চা সমূহ কমিটি সোমবার পাহাড় বনধের ডাক দেয়। অন্যদিকে এই ধর্মঘটের ডাককে সমর্থন জানায় অনীত থাপার দল। ফলে আগামীকাল যে দার্জিলিং ও কালিম্পংয়ে বনধের ভাল প্রভাব পড়তে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
পাহাড়ের ৮৭টি চা বাগানের শ্রমিকদের এখনও পুজো বোনাসের নিষ্পত্তি হয়নি। ২ সেপ্টেম্বর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হয়। তার পর থেকে তিনটি ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। শ্রমিকরা ২০ শতাংশ বোনাসের দাবিতে অনড়। আগের প্রতিটি বৈঠকই ভেস্তে গিয়েছে। এদিনের বৈঠকও ভেস্তে যাওয়ায় বনধের পথে হাঁটার সিদ্ধান্ত নিল শ্রমিক সংগঠনগুলো।