ডিজিটাল ডেস্ক: আপনি যদি মনে করেন আগামী সপ্তাহের প্রথম দিনে ব্যাংকের কাজকর্ম সারবেন, তাহলে আপনাকে বিপাকে পড়তে হবে। তার কারণ আগামী ২৭ শে জুন দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি। কার্যত তাদের ৫ দফা দাবি যাতে পূরণ হয়, তার জন্যেই এই ধর্মঘট ডাকা হয়েছে। প্রসঙ্গত ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলি দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে, প্রতি সপ্তাহে শনি এবং রবি তাঁদের ছুটি চাই। এখন মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে যা পাওয়া যায়। পাশাপাশি বেতন বৃদ্ধি এবং পুরনো পেনশন ব্যবস্থা চালু করার দাবি জানিয়ে আসছেন কর্মী সংগঠনের সদস্যরা। একইসাথে এপিএস ব্যবস্থা তুলে নেওয়ারও দাবি জানান হয়েছে। এইসব দাবি-দাওয়া নিয়ে গত মঙ্গলবার মুখ্য লেবার কমিশনার এস সি যোশীর সঙ্গে ব্যাঙ্ক কর্মী সংগঠনের সদস্যদের একটি বৈঠক হয়। বৈঠকে অবশ্য তাঁদের দাবি-দাওয়া পূরণের কোনো আশ্বাস পাওয়া যায়নি। তাই এবার ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় কর্মী সংগঠনগুলি। প্রসঙ্গত, ২৫ শে জুন পড়ছে মাসের চতুর্থ শনিবার। পরের দিন ২৬ শে জুন রবিবার। সোমবার ২৭ শে জুন ব্যাঙ্ক ধর্মঘট। ফলে পরপর তিনদিন ব্যাংক পরিষেবা পাওয়া যাবে না। তবে এই ধর্মঘটের কোন প্রভাব এটিএম পরিষেবার ওপর পড়বে না বলেই জানা গিয়েছে। তাই ব্যাংকের যাবতীয় কাজ আগামী সোমবার এর জন্য ফেলে না রেখে এই সপ্তাহেই সেরে ফেলুন। না হলে অপেক্ষা দীর্ঘায়িত হবে।
অনির্দিষ্টকালের ধর্মঘটে পণ্যবাহী গাড়ি, বিক্ষোভ লংকা চাষিদের
গঙ্গারামপুর: পিকআপ ভ্যান সহ পণ্যবাহী ছোট গাড়িগুলি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। তার ফলে ব্যবসায়ীরা কাঁচা লংকা রপ্তানি বন্ধ করে দিয়েছেন।...
Read more