নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে আপ, বিজেপি এবং কংগ্রেসের শেষমুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মহারাষ্ট্র ও হরিয়ানায় অভূতপূর্ব জয়ের পর রাজধানী শহরের বিজেপি নেতা-কর্মীদের মনোবল তুঙ্গে, যা কিছুটা হলেও ফিকে হয়েছিল ২০২৪ লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বিজেপি যাতে দিল্লিতে এগোতে পারে সেজন্য এখন থেকে জনসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের। দিল্লির সমান্তরালে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যেও সাংগঠনিক সক্রিয়তা বৃদ্ধির কৌশল নিয়েছে বিজেপি।
দিল্লি বিধানসভা নির্বাচনে কে হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী? সেই প্রস্তুতিও নাকি অনেকটাই এগিয়ে রেখেছে গেরুয়া শিবির। সূত্রটি জানিয়েছে, চূড়ান্ত নামে সিলমোহর না পড়লেও নয়াদিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে প্রয়াত মুখ্যমন্ত্রী সাহিব সিং ভার্মার পুত্র পারভেশ সাহিব সিংয়ের নাম নিয়ে আলোচনা চলছে। তবে ওই কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখিকেও প্রার্থী করার বিষয়টি খতিয়ে দেখছে দল।
সম্প্রতি রাজস্থানের রণথম্বোরে আরএসএস ও বিজেপির দিল্লি শাখার নেতাদের বৈঠকে দিল্লির নির্বাচনি রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ২০২০-তে পারভেশ সাহিব সিং কেজরিওয়ালকে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করে বলেছিলেন, ‘দিল্লিতে অনেক ‘নটবরলাল’ ও সন্ত্রাসবাদীর মতো কেজরিওয়াল লুকিয়ে আছে। আমি বুঝতে পারি না, আমাদের কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করা উচিত, নাকি দিল্লিতে কেজরিওয়ালের মতো সন্ত্রাসবাদীর সঙ্গে।’
গত বিধানসভা নির্বাচনে কেজরিওয়াল বিজেপির সুনীল যাদবের থেকে ২১,৬৯৭ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন। তাই এবার আপ সুপ্রিমোর বিরুদ্ধে তুলনামূলকভাবে কঠিন প্রার্থী দিতে চাইছে বিজেপি। কালকাজি আসনের দিকেও গেরুয়া শিবিরের নজর রয়েছে। ওই কেন্দ্রের আপ বিধায়ক অতিশী মারলেনা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী। পারভেশ সাহিব সিং কেজরিওয়ালের বিরুদ্ধে প্রার্থী হলে মীনাক্ষী লেখিকে অতিশীর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। মীনাক্ষী লেখি পেশায় আইনজীবী। তিনি মহিলা সংরক্ষণ বিলের খসড়া প্রস্তুতি কমিটির সদস্য ছিলেন। সাউথ ব্লকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের প্রতিমন্ত্রী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপির প্রদেশ শাখা দিল্লির প্রতিটি আসনের জন্য তিনজন প্রার্থীর নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাবে। সেখান থেকে একজনের নাম চূড়ান্ত করা হবে। দিল্লি নির্বাচনের জন্য প্রথম তালিকা ডিসেম্বরের মাঝামাঝি প্রকাশিত হতে পারে। সেখানে ৩৫-৪০ জন প্রার্থীর নাম থাকতে পারে। দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেন, ‘আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি। প্রার্থী নির্বাচনের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।’