উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাটনা ল কলেজ চত্বরে পিটিয়ে খুন করা হল এক পড়ুয়াকে (Patna)। পরীক্ষা দিয়ে বের হতেই তাঁর উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তারপরই ওই পড়ুয়াকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম হর্ষ কুমার (২২)। বৈশালী জেলার বাসিন্দা তিনি। বিএন কলেজের (BN College) ছাত্র হর্ষ পরীক্ষা দিতে এসেছিলেন পাটনা ল কলেজে (Patna Law College)। নির্ধারিত সময়ের কিছুটা আগেই পরীক্ষা দিয়ে বের হতেই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি করে তাঁকে পাটনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, হর্ষ ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পুরোনো শত্রুতার জেরেই এই হামলা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের শনাক্ত করার জন্য ঘটনাস্থলের আশেপাশে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। ক্যাম্পাসেও মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মী।