শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজে (NBMCH) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করায় শোকজ করা হয় এই ইন্টার্নকে। আর মেডিকেলের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের এই সিদ্ধান্ত ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল মেডিকেল কলেজ। ডিন অনুপম নাথ গুপ্তকে ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা। যা নিয়ে অন্য একদল ছাত্রের সঙ্গে তাদের হাতাহাতি বেঁধে যায়।
জানা গেছে, যেই ছাত্রকে শোকজ করা হয়েছে সেই ছাত্রের নাম সানি। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলে পরিচিত সে। তিলোত্তমা বিক্ষোভ পর্বে যখন থ্রেট কালচার নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তপ্ত তখন ওই ছাত্রকে বহিষ্কারও করা হয় বলে অভিযোগ। পরে তাদের ফের ফিরিয়ে আনা হয়। এদিন ডিনকে ঘিরে বিক্ষোভ জানানোর সময় তিলোত্তমা পর্বের প্রতিবাদী আন্দোলনকারীদের সঙ্গে আজকের বিক্ষোভকারীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হয়।
অভিযোগ, একদল ছাত্র ডিন অনুপম নাথ গুপ্তের সঙ্গে দেখা করে মেডিকেলেল ৪ নম্বর লেকচার থিয়েটারে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ দেখার অনুমতি চায়। কিন্তু ডিন জানিয়ে দেন এমন অনুমতি দেওয়ার এক্তিয়ার তার নেই। পরে ছাত্ররা সুপারের সঙ্গে দেখা করে একই দাবি জানায়। জানা গেছে, সুপারের মৌখিক অনুমতির ভিত্তিতেই খেলা দেখার আয়োজন করা হয়। কিন্তু তারপরই এদিন সানি নামে ওই ছাত্রকে শোকজ নোটিশ দেওয়া হয়। এতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তাঁদের দাবি, কারও চাপেই ইচ্ছা করে ওই ইনটার্নকে টার্গেট করা হচ্ছে ৷