সোমবার, ২৪ মার্চ, ২০২৫

NBMCH | লেকচার থিয়েটারে খেলা দেখার আয়োজন! ছাত্রকে শোকজ, ডিনকে ঘিরে তুমুল বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেলে

শেষ আপডেট:

শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজে (NBMCH) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা দেখানোর ব্যবস্থা করায় শোকজ করা হয় এই ইন্টার্নকে। আর মেডিকেলের ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্সের এই সিদ্ধান্ত ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল মেডিকেল কলেজ। ডিন অনুপম নাথ গুপ্তকে ঘেরাও করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন ছাত্ররা। যা নিয়ে অন্য একদল ছাত্রের সঙ্গে তাদের হাতাহাতি বেঁধে যায়।

জানা গেছে, যেই ছাত্রকে শোকজ করা হয়েছে সেই ছাত্রের নাম সানি। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক বলে পরিচিত সে। তিলোত্তমা বিক্ষোভ পর্বে যখন থ্রেট কালচার নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ উত্তপ্ত তখন ওই ছাত্রকে বহিষ্কারও করা হয় বলে অভিযোগ। পরে তাদের ফের ফিরিয়ে আনা হয়। এদিন ডিনকে ঘিরে বিক্ষোভ জানানোর সময় তিলোত্তমা পর্বের প্রতিবাদী আন্দোলনকারীদের সঙ্গে আজকের বিক্ষোভকারীদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত হয়।

অভিযোগ, একদল ছাত্র ডিন অনুপম নাথ গুপ্তের সঙ্গে দেখা করে মেডিকেলেল ৪ নম্বর লেকচার থিয়েটারে ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ দেখার অনুমতি চায়। কিন্তু ডিন জানিয়ে দেন এমন অনুমতি দেওয়ার এক্তিয়ার তার নেই। পরে ছাত্ররা সুপারের সঙ্গে দেখা করে একই দাবি জানায়। জানা গেছে, সুপারের মৌখিক অনুমতির ভিত্তিতেই খেলা দেখার আয়োজন করা হয়। কিন্তু তারপরই এদিন সানি নামে ওই ছাত্রকে শোকজ নোটিশ দেওয়া হয়। এতেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। তাঁদের দাবি, কারও চাপেই ইচ্ছা করে ওই ইনটার্নকে টার্গেট করা হচ্ছে ৷

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

ঘোকসাডাঙ্গা: ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের একাঝাঁক নৃত্য...

Raiganj | উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য গেলেন তৃণমূল কংগ্রেসে, তবুও বোর্ড বিজেপির দখলে!

রায়গঞ্জ: উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য রবিবার...

Kishanganj murder | নেশার টাকা না পাওয়ায় ক্ষোভ! বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে   

কিশনগঞ্জ: নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত অবস্থায় বাবাকে লাঠি...

Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের কিষান সেলের রাজ্য কমিটির নেত্রী সালমি খাতুনকে...