মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

Student Suicides | দেশজুড়ে পড়ুয়াদের আত্মহত্যা! কারণ ও সমাধানের খোঁজে টাস্ক ফোর্স গঠন শীর্ষ আদালতের  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে বিভিন্ন শিক্ষায়তনে পড়ুয়াদের আত্মহত্যার খবর মিলছে অহরহ। এই আত্মহত্যার নেপথ্যের কারণ খুজতে এবার একটি টাস্ক ফোর্স গঠন করল সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে, এই টাস্ক ফোর্সের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্র ভাট। এর পাশাপাশি দিল্লি পুলিশকে ২০২৩ সালে আইআইটি দিল্লিতে তফসিলি জাতি(SC)ও তফসিলি উপজাতির(ST) দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবন-এর বেঞ্চ এদিন জানান, গত ২ মাসে দেশের বিভিন্ন কলেজের হস্টেলে যৌণ নিগ্রহ, র‍্যাগিং ও বর্ণ বৈষম্যমূলক কার্যকলাপের দরুন বহু পড়ুয়া আত্মহত্যা করেছে। এই ঘটনাগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখতে একেবারেই রাজি নয় আদালত। এই ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে।

আর এই সমস্যার সমাধানের জন্যই এদিন এই টাস্ক ফোর্স গঠন করে শীর্ষ আদালত। আগামী ৪ মাসের মধ্যে এই আত্মহত্যাগুলির নেপথ্যের কারণ ও সমাধানসূত্র খুজে বের করে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এই টাস্ক ফোর্স্ককে। এই কমিটিতে উচ্চশিক্ষা, সামাজিক ন্যায়বিচার, নারী ও শিশু উন্নয়ন এবং আইন বিষয়ক বিভাগের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালে আইআইটি দিল্লির ২ পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় ওই পড়ুয়াদের অভিভাবকেরা একটা পিটিশন ফাইল করেন। যেখানে তাঁরা দাবি করেন মৃত্যুর আগে তাঁদের সন্তানদের শিক্ষায়তনের ভেতরে নিগ্রহের শিকার হতে হয়েছিল এবং পুলিশ শুধু প্রাথমিক তদন্তের পরেই কেসটি বন্ধ করে দেয়। এরপরেই শীর্ষ আদালত এই টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়।

Share post:

Popular

More like this
Related

Utttar Pradesh Murder | ভাগ্নের সঙ্গে স্ত্রীর পরকীয়া! ট্রলিব্যাগে মিলল দুবাই ফেরত স্বামীর টুকরো টুকরো দেহ  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি উত্তরপ্রদেশের মীরাটে প্রেমিকের সঙ্গে...

J&K Terrorist Attack | সৌদি থেকেই শা’কে কাশ্মীরে যাওয়ার নির্দেশ মোদির, আজই জরুরি বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা...

Court | বিচারককে ‘দেখে নেওয়ার’ হুমকি আসামির

নয়াদিল্লি: ‘বাইরে আয়, দেখব কীভাবে জ্যান্ত বাড়ি ফিরিস!’ খাস...

UPSC | ফল প্রকাশ হল ইউপিএসসি-র, শীর্ষস্থানে উত্তরপ্রদেশের মেয়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার প্রকাশিত হল সর্বভারতীয় সিভিল...