Exclusive

Student unnatural death | বিজ্ঞান না কুসংস্কার? পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জলপাইগুড়ি: মানসিক রোগ না ভূতপ্রেতের প্রকোপ? মনস্তত্ত্ব কিন্তু এই নির্ভেজাল কুসংস্কার মানতে নারাজ। রবিবার রাতে এমনই এক দৃষ্টান্তের সাক্ষী রইল জলপাইগুড়ি (Jalpaiguri) পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া এলাকা। ফুটবল খেলতে গিয়ে ফিরে আসেনি নাতি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ২০০ মিটার দূরে অর্জুন গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় নাতির নিথর দেহ (Student unnatural death)। তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অংশু রায় (১১)। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল সে। কিন্তু কেন এমনটা করল অংশু? দাদু দীনেশ রায়ের অভিমত, তাঁর নাতিকে নাকি ‘ভূতে’ ধরেছিল। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃতদেহ ময়নাতদন্ত করেছে।

অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নাউয়াপাড়ার বাসিন্দা কার্তিক রায়। কর্মসূত্রে তিনি একজন টোটোচালক। তাঁর তিন ছেলের মধ্যে অংশু মেজো। ছোটবেলা থেকেই অংশু পাহাড়পুর প্রধানপাড়ায় তার দাদু-দিদিমার কাছেই মানুষ। রবিবার ছেলের সঙ্গে দেখা করতে সস্ত্রীক কার্তিক তাঁর শ্বশুরবাড়ি গিয়েছিলেন। ছেলেও বাবা-মায়ের সঙ্গে স্বাভাবিক আচরণ করেছে। জানা গিয়েছে রবিবার দুপুরে অংশু পাড়ার একটি পুকুরে স্নান করতে গিয়েছিল। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় দিদিমা বিনতা রায় তাঁকে খুঁজতে যান। কেন পুকুরে স্নান করতে নেমেছে সেই নিয়ে বকাঝকাও করেন দিদিমা। এরপর বাড়ি ফিরে দুপুরে খাওয়াদাওয়া সেরে বাড়ির থেকেই কিছুটা দূরে মাঠে ফুটবল খেলতে যায়। এরপরই ঘটনা। জানা গিয়েছে পরনের গেঞ্জি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সে।

প্রশ্ন উঠেছে তাহলে কি পুকুরে নামার জন্য দিদিমার বকাঝকাতেই এমনটা ঘটাল নাতি? বিনতা বলেন, ‘তেমন বকাঝকা আমি করিনি যেটাতে নাতির মনে খারাপ হবে। আমরা মনে হয় অর্জুন গাছের থেকে কোনও ভূতপ্রেত ওর শরীরে ঢুকেছিল। ও নিজে থেকে আত্মহত্যা করতে পারে না।’ একই কথা দাদু দীনেশ রায়ের। তিনি বলেন, ‘দিনকয়েক আগে নাতি আমাকে বলেছিল তাকে সবসময় কে যেন ডাকে। ওর শরীর ভালো লাগে না। আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম, কে তাকে ডাকে? কিন্তু কোনও উত্তর দেয়নি। ভূতপ্রেত জাতীয় কিছুর কুপ্রভাবেই নাতিকে হারালাম আমরা।’

জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত বলেন, ‘ভূতপ্রেত বলে বাস্তবে কিছু নেই। এগুলো এক শ্রেণির মানুষের ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার। আমরা এ বিষয়গুলো নিয়ে নিয়মিত সচেতনতামূলক প্রচার চালিয়ে থাকি।’

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Manipur | বিহারের পর এবার মণিপুর, সেতু ভেঙে ইম্ফল নদীতে পড়ে গেল ট্রাক, মৃত চালক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বিহারে ভেঙে পড়েছে একের পর নব নির্মিত সেতু। এ বার…

5 mins ago

Fuel price | অন্য রাজ্যে নয়, বাংলায় আচমকাই বাড়ল পেট্রল-ডিজেলের দাম

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোকসভা ভোট শেষ হতেই দাম বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের।…

42 mins ago

Nagrakata | রাতভর তাণ্ডব, ৫ টি বাড়ি ভেঙে দিল হাতি

নাগরাকাটা: রাতভর তাণ্ডব চালিয়ে নাগরাকাটায় ৫টি বাড়ি ভেঙ্গে দিল বুনো হাতি। এর মধ্যে রয়েছে নাগরাকাটা…

10 hours ago

Asansole | ডাকাতিতে বিহার যোগ! ট্রানজিট রিমান্ডে আসানসোলে আনা হল ‘গ্যাংস্টার’ সুবোধ সিংকে

আসানসোলঃ ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটা নাগাদ বড়সড়ো ডাকাতির ঘটনা ঘটেছিল আসানসোলের রানিগঞ্জ…

11 hours ago

Durgapur | প্রধান ও উপ-প্রধানের নামে “চোর, চোর, চোর” লেখা পোষ্টার, শোরগোল অন্ডালে

দুর্গাপুরঃ রবিবার সবে সকাল হয়েছে। সূর্যের আলো ফুটতেই নজরে এল বেশ কিছু পোস্টার। যা সাঁটানো…

12 hours ago

Hemtabad | দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ টোটোচালকের বিরুদ্ধে, উত্তেজনা হেমতাবাদে

হেমতাবাদঃ দোকানে ঢুকে এক তরুণীকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো হেমতাবাদের ঠাকুরবাড়ি মোর এলাকায়। এই…

12 hours ago

This website uses cookies.